Sunday, December 22, 2024

Axis ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই কর্মী সরাসরি নিয়োগ! যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস

দেশের অন্যতম একটি ব্যাংক Axis Bank সম্প্রতি তাদের বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা‌ সেই সাথে এখানে মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা। তাই আপনি যদি Axis Bank এ চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।

পদের নাম: Axis Bank এ যে পদ গুলোতে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে DEO ( Data entry operator), back office executive এবং customer service officer।

শূন্যপদ: জানা গিয়েছে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২২৭ টি।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়স: Axis Bank তাদের উল্লেখিত ৩ টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩২ বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৬,৭০০ থেকে ২২,৩০০ টাকা দেওয়া হবে।

নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গ।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের ২৮/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া HR department এর WhatsApp অথবা email ঠিকানায় নিজের CV পাঠিয়ে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনরকম কোন অভিজ্ঞতা ছাড়া চাকরি-প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করুন: WhatsApp – 9932963523

আবেদন করুন: e-mail- corporate.associate.ltd@gmail.com

আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ২১/০৪/২০২৪

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo