Sunday, December 22, 2024

বেতন ১৭,০০০ টাকা, ৮ম শ্রেণী পাশে রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি! আবেদন পদ্ধতি জেনে নিন

যোগ্যতা শুধুমাত্র ৮ম শ্রেণী পাশ। হ্যা ঠিকই শুনেছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশেই রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাসিক বেতন ১৭,০০০ টাকা দেওয়া হবে। অতএব আপনি যদি একজন বেকার যুবক-যুবতী হয়ে থাকেন তাহলে ৮ম শ্রেণী পাশে রাজ্যের জেলা আদালতে চাকরির জন্য আবেদন করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত প্রতিবেদনে জেনে নিন।

পদের নাম: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদ সংখ্যা রয়েছে ৩ টি। যথাক্রমে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার

District court category wise vacancy list

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১১টি। যার মধ্যে নাইট গার্ড পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ৯ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ স্থান: রাজ্যের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজের অফিসে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আদালতের ৩ টি পদের জন্যই চাকরি-প্রার্থীদের ৮ম শ্রেণী পাস হতে হবে।

মাসিক বেতন: এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত সঙ্গে বিভিন্ন ভাতাও দেওয়া হবে।

বয়সসীমা: আগ্রহী চাকরি-প্রার্থীরা বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদন করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরি-প্রার্থীদের জানানো যাচ্ছে যে এখানে আবেদন করার শেষ তারিখ ৪/০৫/২০২৪। এই তারিখের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ফিলাপ করে মুখ বন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য: SC – ১০০-/ টাকা এবং বাকিরা ৩০০ টাকা আবেদন মূল্য। এই টাকা যেকোনো SBI শাখা’তে গিয়ে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে।

District court application fees

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: the District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ভারতীয় রেলে নতুন করে ১,১১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ১/০৫/২০২৪।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo