Saturday, December 21, 2024

বেতন ২৫,০০০ টাকা, লিখিত পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরে DEO পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

কেন্দ্রের BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) এর তরফ থেকে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি-প্রার্থীরা রাজ্যের যেকোন জেলা থেকে BECIL দ্বারা যারি করা উক্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে পদের নাম এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সবকিছু জেনে নিন।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম DEO, MTS এবং IT Person। দুটি পদ মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 9 টি।

শিক্ষাগত যোগ্যতা: 3 টি পদের জন্যই এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিভিন্ন।

১. DEO – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে এবং ন্যূনতম 35 wpm Typing speed থাকতে হবে প্রার্থীদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২. MTS– এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যুনতম মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে।

৩. IT Person– এই পদের জন্য প্রার্থীদের কম্পিউটারে B.Tech/BCA পাস হতে হবে এবং ১ বছরের পূর্বের অভিজ্ঞতার থাকতে হবে।

মাসিক বেতন: ৩ টা পদ মিলিয়েই এখানে মাসিক বেতন ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে দেওয়া হবে। এছাড়াও বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

BECIL Post Name, salary, Age Limit

বয়সসীমা: প্রার্থীরা এখানে ৪০ বছর হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২৫/০৩/২০২৪ তারিখের মধ্যে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার ভালো করে পড়ে নিবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: চাকরি-প্রার্থীদের এখানে কোনরকম কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে BECIL।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (পদ অনুসারে) এবং জন্মের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: ৩০,০০০ টাকা বেতনে পোস্ট অফিসে কর্মী নিয়োগ। শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৪

আপনার জন্য
WhatsApp Logo