শুধুমাত্র ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা নয় , এবার থেকে যে কেন্দ্র সরকারের কর্মচারীদের অতিরিক্ত ৫ লক্ষ টাকা গ্রাচুইটি, বাড়ি ভাড়ার ভাতা (HRA), ভ্রমণ ভাতা সহ ক্যান্টিন ভাতার পরিমাণও যে বাড়ানো হয়েছে, সেই খবর আমরা আগেই জানিয়েছি। তবে এসবের মধ্যে নতুন যে খবর পাওয়া যাচ্ছে, তা হল রাজ্য সরকারের বকেয়া DA সংক্রান্ত খবর।
চলতি মার্চ মাসে কেন্দ্র সরকার সহ একাধিক রাজ্য সরকার DA বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ সরকার আবার এক ধাপ এগিয়ে গিয়ে বেশ কয়েকটি পদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু বেতন বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনো বকেয়া Dearness Allowance নিয়ে আন্দোলন করেছে। অদ্ভুতভাবে আন্দোলন আমাদের রাজ্যে হলেও প্রভাবটা পড়েছে হরিয়ানায়।
সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার জানিয়েছে যে চলতি মার্চ মাসের বেতন সহ সরকারি কর্মচারীরা আগামী এপ্রিল মাসেই তাদের বকেয়া DA-এর অর্থ পাবেন। পাশাপাশি,জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের যে বাকি বেতন ছিল, সেটাও সরকার শোধ করবে আগামী মাসে। এর সাথে হরিয়ানা রাজ্যের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) দেওয়ার কথাও ঘোষণা করেছে। আগামী এপ্রিল এবং মে মাসেই শোধ করা হবে এই যাবতীয় ভাতা।।
আরও পড়ুন: লটারি লাগলো সরকারি কর্মীদের, DA অতীত! বাড়ানো হলো এই ২ সুবিধা, এক ধাক্কায় বেতন বৃদ্ধি