ভোটের আগে সুখবর, ফের 4 শতাংশ DA বাড়লো সরকারি কর্মচারীদের! বড় খবর

কিছুদিন আগেই রাজ্য সরকার বেশ কয়েকটি পদের DA বৃদ্ধি না করে সরাসরি বেতন বৃদ্ধি করেছিল। এবার নতুন করে রাজ্য সরকারের DA বৃদ্ধির একটি খবর শোনা যাচ্ছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সেই খবরই বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

সামনেই লোকসভা ভোট! এবার লোকসভা ভোট আসলেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই নেমে পড়ে জনগণকে খুশি করার প্রতিযোগিতায়। ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই জনগনকে খুশি করার জন্য একাধিক প্রকল্পও নিয়ে এসেছে। তবে এবার কিন্তু প্রকল্পের বদলে রাজ্য সরকার সরাসরি DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেশ কিছুদিন আগে UP ( Uttar Pradesh government) সরকার রাজ্যের সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলেছে। এবার উত্তর প্রদেশের পাশাপাশি কর্ণাটক সরকারও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ৪ শতাংশ DA বাড়ানোর ঘোষণা করেছে। এর আগে কর্নাটকের চাকরিজীবীদের DA-এর পরিমাণ ছিল ৩৮.৭৫ শতাংশ। বর্তমানে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় তাদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ হয়েছে ৪২.৭৫ শতাংশ।

এবার যারা পশ্চিমবঙ্গ সরকারি চাকরিজীবী রয়েছেন, তারা হয়তো ভাবছেন যে- কর্নাটক সরকার তাদের দিয়ে বাড়ালে আমাদের কী যায় আসে? তাদের উত্তরে বলি অন্যান্য রাজ্যের DA বাড়ানোর স্রোতে গা ভাসিয়ে হয়তো আমাদের রাজ্যে সরকারও DA বাড়াতে পারে। কারণ এখনো পযর্ন্ত কিন্তু আমাদের রাজ্য DA বাড়ানো নিয়ে আন্দোলন বন্ধ হয়নি।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment