Thursday, January 2, 2025

৮ম শ্রেণী পাস হলেই করা যাবে আবেদন, পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! ঝটপট আবেদন করুন

আপনি কি এই রাজ্যেরই বাসিন্দা? আপনি কি দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির খোঁজে আছেন? তাহলে আপনার জন্য একটা খুশির খবর নিয়ে হাজির হয়েছি আমার। জানা গেছে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission) এর পক্ষ থেকে পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। চলুন জেনে নিই বিশদে।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম Satkar Karmee (ডোম) Group D। শূন্যপদ সংখ্যা রয়েছে ৯ টি। যার মধ্যে UR- 2, SC- 2, ST- 1, OBC (A)- 1, OBC (B)- 1 এবং বাকি অন্যান্য।

Kp municipality Post details

নিয়োগকারী সংস্থা: Kolkata Municipal Corporation Under SWM-I department.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমন্ধে কিছুই জানানো হয়নি। তবে ৮ম শ্রেণী পাস হতে মাধ্যমিক শ্রেণীর চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেওয়া হবে ৪,৯০০ টাকা থেকে ১৬, ২০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স যদি ১/০১/২০২৪ অনুযায়ী ৪০ বছরের মধ্যে হয় তাহলেই তারা পৌরসভার Satkar Karmee পদের জন্য আবেদন করার যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ১৪/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডকুমেন্টস সহ অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি টা একবার দেখে নিয়ে তারপর নিজ দায়িত্ব আবেদন করার জন্য বলা হচ্ছে প্রার্থীদের।

আবেদন মূল্য: UR এবং OBC প্রার্থীদের ২০০ টাকা এবং SC-ST দের ৫০ টাকা আবেদন মূল্য লাগবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাসিক ১৬,০০০ টাকা বেতনে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। আবেদন করার শেষ তারিখ ৪/০৪/২০২৪।

আপনার জন্য
WhatsApp Logo