আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য আমাদের এই প্রতিবেদনটি। সম্প্রতি রাজ্যের স্টিল ফ্যাক্টরিতে (SAIL- Steel Authority of India Limited Recruitment) কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৩১৪ টি। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।
পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম হচ্ছে (OCTT) Mechanical, Chemical, Ceramic, Computer/IT, Draughtsman, Electrical, Electronics, Instrumentation, Metallurgy এবং Trainee।
শূন্যপদ: সমস্ত পদ মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৩১৪ টি।
মাসিক বেতন: প্রতিটি পদের জন্যই এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে Operation Cum Technician Trainee পদের মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ১৬,১০০ থেকে ২৬,৬০০ টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: বেতন আলাদা আলাদা হওয়ার মতোই শিক্ষাগত যোগ্যতাও এখানে চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। তাই কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তা সবিস্তারে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার অনুরোধ রইল।
বয়সসীমা: চাকরিপ্রার্থীরা বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলেই স্টিল অথরিটির উল্লেখ পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৮/০৩/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন পর চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য: General/OBC EWS 500 টাকা এবং SC/SC/PWBD 200 টাকা আবেদন মূল্য।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: রাজ্যে জেলা কোর্টে সুইপার নিয়োগ। আবেদন করার শেষ তারিখ ৭/০৩/২০২৪।