Saturday, December 21, 2024

মাসিক ১১,০০০ টাকা বেতন, বিডিও অফিসে data entry operator পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

মাধ্যমিক পাশে কর্মখালী। মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ (BDO JOB vacancies)। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর (Data Enter Operator recruitment)। মাসিক বেতন চাকরি-প্রার্থীদের ১০,০০০ টাকা দেওয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন‌।

পদের নাম এবং শূন্যপদ: Data Enter Operator। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২৩ টি।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ২১ থেকে ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে সেই সাথে typing skill এবং Microsoft word, Excel সম্পর্কে ধারনা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

মাসিক বেতন: এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ১১,১০০ টাকা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২/০৩/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্কে করে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই ভালো করে একটি বার পড়ে নিতে হবে এবং আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন মূল্য: এখানে চাকরি-প্রার্থীদের কোন রকম কোন আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, ১০ নম্বরের পার্সোনালি টেস্ট এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ কর হবে।

নিয়োগ স্থান: হুগলি জেলা।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট (যদি থাকে), ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পিউটার টাইপিং সার্টিফিকেট

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোষ্ট অফিসে চাকরি খালি বেতন ২২ হাজার টাকা

আপনার জন্য
WhatsApp Logo