Friday, November 22, 2024

বেকারদের জন্য সুখবর, চাকরি না পাওয়া পর্যন্ত প্রতিমাসে ১,৫০০ টাকা দেবে রাজ্যে সরকার! এখুনি করুন আবেদন

যে সমস্ত যুবক যুবতীদের হাতে বর্তমানে কোনো কাজ নেই অর্থাৎ যারা একেবারেই বেকার, তাদের নিজের খরচ চালানোটা যে কতটা কষ্টের সেটা একমাত্র হয়তো তারাই জানেন। এই সময় তাদেরকে ২০০ টাকা দিলেও সেটা খুবই বড় বলে মনে হয়। বেকার থাকার এই যে কষ্ট,এই কষ্টটা সাধারণ মানুষ না বুঝলেও রাজ্য সরকার ভালোভাবেই বোঝে। সেই কারণে রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য এমন এক প্রকল্প চালু করেছে,যার মাধ্যমে তারা প্রতি মাসে ১৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন চাকরি না পাওয়া পর্যন্ত।

২০১৩ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পটা শুধুমাত্র তাদের জন্যই যারা অন্ততপক্ষে মাধ্যমিক পাস করেছে এবং বর্তমানে কর্মহীন। তাদের কিছুটা আর্থিক সাহায্য দিয়ে তাদের পাশে থাকার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছিল। ২০১৩ সালে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa)

▪ যুবশ্রী প্রকল্প পাওয়ার শর্ত –

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হাতে গোনা কয়েকটা শর্ত রয়েছে যেগুলো পূরণ করলেই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে পনেরশো টাকা পাওয়া যাবে। শর্তগুলির মধ্যে রয়েছে-

) প্রথমত আবেদনকারীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে।

) আবেদনকারীর পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম থাকতে হবে।

) নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

) বর্তমানে বেকার থাকতে হবে এবং সেই সঙ্গে আবেদন কারীর নাম অন্ততপক্ষে দুই বছরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে থাকতে হবে। (যদি নাম না থাকে এবং এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে আজই নিজের নাম নথিভুক্ত করান)

যাদের ক্ষেত্রে উপ্পরিক্ত শর্তগুলি পূরণ হবে, তারা যদি এই প্রকল্পের হাত ধরে প্রতি মাসে ১৫০০ টাকা পেতে চান,তাহলে তার জন্য আপনাদের অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হলে আপনাদের employmentbankwb.gov.in ওয়েবসাইট ভিজিট করে সেখানে সঠিকভাবে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন।

আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের মাস গেলে একাউন্টে ঢুকবে ৭০,০০০ টাকা। 

আপনার জন্য
WhatsApp Logo