আমাদের দেশের কৃষকরা চাষ করার পর যদি প্রাকৃতিক বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করতে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন কৃষক বীমা যোজনা। এবার নতুন করে কৃষকদের সাহায্য করতে তিনি শুরু করেছেন প্রধানমন্ত্রী কুসুম যোজনা। এই যোজনার সাহায্যে কৃষকরা নিজের জমিতেই বসাতে পারবেন সোলার পাম্প সঙ্গে আয় করতে পারবেন মোটা টাকা। কিন্তু কিভাবে? জেনে নিন বিস্তারিত।
যে সমস্ত এলাকায় খরার প্রকোপ বেশি, চাষের জমিতে অধিক জলের প্রয়োজন হয়, সেইসঙ্গে যেসব এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে- সেই সমস্ত এলাকার কৃষকদের সাহায্য করতে প্রধানমন্ত্রী শুরু করেছেন এই নতুন যোজনা যার পুরো নাম প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা এবম উত্থান মহাভিযা এই যোজনার মাধ্যমে ভারতের যেকোনো কৃষক চাইলে নিজের জমিতে সোলার পাম্প বসাতে পারবেন।
সোলার পাম্প বসানোর জন্য কৃষককে কোনো ঝামেলাই পোহাতে হবে না। কারণ সোলার পাম্প বসানোর ৬০ শতাংশ টাকায় দেবে সরকার, ৩০ শতাংশ টাকা দেবে ব্যাংক-ঋণ হিসেবে এবং বাকি ১০% অর্থ কৃষককে খরচ করতে হবে। তবে এই সোলার পাম্প বসানোর জন্য কিন্তু কৃষকের অন্ততপক্ষে চার থেকে পাঁচ একর জমি থাকতে হবে।। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের মত অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রও থাকতে হবে।
সরকারের এই যোজনার মাধ্যমে একজন কৃষক যে সোলার প্যানেল বসাবেন, সেখানে প্রতি বছর ১৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। চাইলে কৃষক সেই বিদ্যুৎ কোনো সরকারি বা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে প্রতিবছর মোটা অংকের টাকা রোজগার করতে পারবেন। একই সঙ্গে তিনি সেই বিদ্যুত নিজের জমি, বাড়িতেও ব্যবহার করতে পারবেন। ফলে সবদিক থেকেই তার লাভ হবে।।
এবার আসে সবচেয়ে বড় প্রশ্ন যে কী করে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। PM KUSUM Yojana-এর সোলার প্যানেল, পাম্প পাওয়ার জন্য আপনাকে- https://kusumsolarpumpsetupyojana.com/ ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। সঠিক নিয়মে আবেদন করলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনি PM-Kishan Urja Suraksha evam Utthan Mahabhiyaan- এর মাধ্যমে সোলাপ পাম্প পেয়ে যাবেন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল ১ টাকাও বাড়বে না, মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর