রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা ব্যাংকে চাকরি ( Bank Job) করতে চাইছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি akoladcc bank নামে একটি কো অপারেটিভ ব্যাংক (co-operative Bank) তাদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মাসিক বেতন চাকরি-প্রার্থীদের ২৮,০০০ টাকা দেয়া হবে। তাই আপনি যদি এখানে চাকরি করতে চান জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আরও সব তথ্য।
যে পদে কর্মী নিয়োগ হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখ ব্যাংকটি তাদের Jr. Clerk পদে কর্মী নিয়োগ করছে। এখানে পদের নাম junior Clerk পদ।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে নূন্যতম গ্রাজুয়েশন পাশ, ৫০% নম্বর থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এর সাথে থাকতে হবে কম্পিউটারের নলেজ।
শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১০০ টি।
বয়সসীমা: akoladcc bank তাদের Clerk পদের জন্য বয়সসীমা চেয়েছে ২১ থেকে ৩০ বছর। চাকরিপ্রার্থীদের বয়স ৩১/১২/২০২৩ থেকে গন্য করা হবে এখানে।
মাসিক বেতন: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে মাসিক বেতন বেশ ভালো। প্রার্থীদের জন্য এখানে বেতন কাঠামো রাখা হয়েছে মাসিক ২৪,০০০ টাকা।
নিয়োগ স্থান: akoladcc ব্যাংক টি মূলত পশ্চিমবঙ্গের বাইরে মহারাষ্ট্রে অবস্থিত। তাই চাকরিপ্রার্থীদের অবশ্যই মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ৯/০২/২০২৪ তারিখের মধ্যে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: এখানে ৭৫% নম্বরের লিখিত পরীক্ষা এবং ২৫% নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট।
আবেদন করুন: ক্লিক করুন এখানে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: রেলে ৫৬৯৬ টি শূন্যপদে লোকো পাইলট নিয়োগ।