২০২৩ সালের শেষের দিকে যদি আপনি এই বিশেষ ধরনের পরিচয় পত্রটি না বানিয়ে থাকেন, তাহলে এই বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই এই বিশেষ ধরনের নতুন পরিচয়টি তৈরি করতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন যে নতুন বছরে আমার কী নতুন ঝামেলা হাজির হলো। তো বিস্তারিত পড়ে জেনে নিন আপনার মনের প্রশ্নের উওর
কিন্তু প্রশ্ন আসে এখন আবার কোন ধরনের পরিচয় তৈরি করতে হবে? আসলে সরকারের নির্দেশে যে নতুন পরিচয় পত্র তৈরি করতে হবে সেটা কিন্তু সকলের জন্য নয়। এই নতুন বিশেষ ধরনের পরিচয়টি তৈরি করতে হবে শুধুমাত্র শিক্ষার্থীদের। যে নতুন পরিচয় পত্র তৈরি করতে হবে সেটা হচ্ছে ABC ID. আমাদের রাজ্যসভা অন্যান্য রাজ্যের অষ্টম থেকে শুরু করে স্নাতকোত্তর- সকলকেই তৈরি করতে হবে এই পরিচয় পত্র।
ABC ID কী: ABC হলো অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই আইডিতে একজন শিক্ষার্থীর পঠন পাঠনের যাবতীয় বিষয়বস্তু নথিভুক্ত থাকে। যেমন- একজন শিক্ষার্থী কোথায় পড়ছে, কতদিন থেকে পড়ছে, কী পড়ছে, এবং কী কী কৃতিত্ব অর্জন করেছে -এই যাবতীয় নথিভুক্ত থাকে এই আইডিতে। ইতিমধ্যেই কলেজ স্তরে এই পরিচয়পত্র বানানো শুরু হয়েছে এবং অনেক কলেজে আবার এটা শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ স্কুলেই এই পরিচয় পত্র বানানোর প্রক্রিয়া শুরু হয়নি। তবে এবার কিন্তু এটা অবশ্যই পারবে।
কিভাবে বানাতে হবে ABC ID?
গুগল প্লে স্টোর থেকে Digi Locker অ্যাপটি ডাউনলোড করে এই অ্যাপের সাহায্য আপনি খুব সহজে নিজের জন্য বা বাড়িতে থাকা কোনো শিক্ষার্থীর জন্য ABC ID তৈরি করতে পারেন। ডিজি লকার অ্যাপ ডাউনলোড করার পর সবার প্রথমে আপনাকে নিজের ফোন নম্বর এবং আধার নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার আধার নম্বর এবং আপনার ফোনে আসা একটি ওটিপি দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর আপনি খুব সহজেই ABC ID করতে পারবেন।