ডিসেম্বর মাস বছরের শেষ মাস হলেও, ব্যাংকে মানুষের কাজের শেষ হয় না। কোনো না কোনো কাজের জন্য মানুষকে ব্যাংকে গিয়ে দাঁড়াতেই হয়। কাজের জন্য ব্যাংকে গেলেও ততটা খারাপ লাগে না যতটা না খারাপ লাগে ব্যাংকে গিয়ে যদি দেখা যায় ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকে গিয়ে ঘুরে আসাটা হয়তো সবচেয়ে খারাপ লাগার বিষয়। তাই ব্যাংকে গিয়ে ঘুরে আসার থেকে এটাই ভালো যে মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে সেটা আগে থেকেই জেনে নেওয়া।
নভেম্বর মাসে প্রচুর অনেকদিন ব্যাংক বন্ধ থাকায় অনেকেই নিজের কাজগুলো করে উঠতে পারেননি। ফলে সেগুলো করতে হবে ডিসেম্বর মাসে। কিন্তু ডিসেম্বর মাসেরও প্রায় বেশিরভাগ দিন-ই ব্যাংক বন্ধ রয়েছে। তাই বলা এই মাসের হাতে গোনা কয়েকদিনই ব্যাংকের যাবতীয় কাজ হবে। ডিসেম্বর মাসে হুট করে ব্যাংকে যাওয়ার আগেই দেখে নিন যে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে এবং কোন কোন দিন ব্যাংকে নিজের কাজ করতে পারবেন।
প্রথমেই জেনে নিন যে ডিসেম্বর মাসে রবিবার থাকার কারণে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। ডিসেম্বর মাসে ৩ তারিখ, ১০ তারিখ, ১৭ তারিখ, ২৪ তারিখ এবং ৩১ তারিখ নিয়ে মোট ৫ দিন রবিবারের জন্য সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ৯ই ডিসেম্বর, ২৩শে ডিসেম্বর এবং ৩০শে ডিসেম্বর শনিবার থাকার কারণেও ব্যাংক বন্ধ থাকবে। বাকি যে দিন গুলোতে বিশেষ কারণে ব্যাংক বন্ধ থাকবে, তার তালিকা নিচে দেখে নিন।
৩ তারিখ রবিবারের পর ৪ তারিখ সোমবার গোয়ায়, ১২ তারিখ মেঘালয়ে, ১৩ তারিখ বুধবারে সিকিমে, ব্যাঙ্ক বন্ধ থাকবে, ১৮ই ডিসেম্বর আবার মেঘালয়ে, ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকীতে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও ২৫ তারিখ সোমবার বড়দিন থাকার করে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই মাসের বাকি ২৬ তারিখ মেঘালয় এবং ২৭ তারিখ নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ থাকবে।। ডিসেম্বর মাসের এই দিনগুলো ছাড়া আপনি যেকোনো দিন ব্যাংকে গিয়ে নিজের কাজ করতে পারবেন।