Sunday, December 22, 2024

যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ! মেট্রোরেলে অজস্র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। সম্প্রতি মাধ্যমিক পাশে মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে মেট্রোরেলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে যোগ্য ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন এখানে। চলুন আর দেরি না করে জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবে: মেট্রোরেলে প্রায় ১৫ টি পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে শূন্যপদ সংখ্যা রয়েছে ১৩৪ টি। তাই কোন পদে কতো কর্মী নিয়োগ হবে দেখে নিন।

পদের নাম এবং শূন্যপদ: (নাগপুর) Electrician (24), Electronics Mechanic (18), Fitter (25), Lift & Escalator Mechanic (03), Mechanic, Fridge & AC (02)। পুনে – Electrician (18), Electronics Mechanic (13), Fitter (17), Lift & Escalator Mechanic (03), Mechanic (Fridge & AC) ( 02)। নাবেল মুম্বাই – Electrician (03), Electronics Mechanic (02), Fitter (03), Lift & Escalator Mechanic (01), Mechanic Fridge & AC (01)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Photo of boy job seekers

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন বেশ ভালোই দেয়া হবে। কোন পদে বেতন কেমন তা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া আছে।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ হলেই উল্লেখিত সব গুলো পদের জন্যই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: মেট্রোরেলে প্রায় ১৫ টি পদের জন এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ দেখে ২৭ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের 28/11/2023 এর আগে www.mahametro.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন মূল্য: সাধারণ চাকরিপ্রার্থীদের ১৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের থেকে কোন আবেদন মূল্য।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo