Sunday, December 22, 2024

LIC তে কাজ করে মাসে ইনকাম করুন ৪০,০০০ টাকা! দারুন সুযোগ কাজে লাগান এভাবে

LIC এর নাম শুনলেই সাধারণ মানুষের মাথায় শুধুমাত্র জীবন বীমার কথাই মাথায় আসে। তবে যেই বিষয়টা বেশিরভাগ মানুষের জানা নেই-তা হল- এলআইসি সঙ্গে স্বল্প সময় কাজ করে টাকা রোজগার করা। কিন্তু প্রশ্ন এই যে, আপনি কীকরে বা কোন কাজ করে LIC- এর থেকে টাকা রোজগার করবেন? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

LIC এর সাথে কিভাবে এবং কোন কাজ করে টাকা রোজগার করবেন, সেটা জানার আগে জেনে নিন যে কী যোগ্যতা থাকলে আপনি সেই কাজ করতে পারবেন। যদি আপনি অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলেই আপনি LIC-এর সঙ্গে কাজ করে টাকা রোজগার করতে পারবেন।

LIC-এর এই কাজগুলো পার্ট টাইম জব। এখানে আপনি নিজের মতো সময় দিতে পারেন। অন্যদিকে, এই ধরনের কাজের কোনো ধরাবাধা বেতনও নেই। আপনার কাজের উপর বেতন নির্ভর করবে। অর্থাৎ যতো বেশি কাজ ততো বেশি টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC logo on smartphone

LIC-তে পার্ট টাইম কাজ করে টাকা রোজগার করতে চাইলে আপনি LIC বীমা এজেন্ট হিসাবে কাজ করতে পারেন। এই ধরনের কাজের জন্য আপনাকে খুব বেশি শিক্ষিত হতে হয়না। একটা সহজ লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ট্রেইনিং নিয়েই LIC বীমা এজেন্ট হিসাবে কাজ করতে পারেন। বীমা এজেন্ট হিসাবে কাজ করলে আপনাকে আপনার কাজের উপর কমিশন দেওয়া হয়। তাই আপনার কাজ যতো বেশি হবে, আপনার ইনকাম ততোই বাড়বে।

বীমা এজেন্ট হিসাবে যদি আপনি কাজ করেন, তাহলে মার্কেট লিঙ্ক পলিসি ছাড়া অন্যান্য পলিসির ক্ষেত্রে, প্রথম প্রিমিয়ামে আপনি ৩৫ শতাংশ টাকা কমিশন হিসেবে পাবেন। যদি আপনার মাধ্যমে ৪০,০০০ হাজার টাকা প্রিমিয়ামের পলিসি কেউ নিয়ে থাকে, তাহলে তখন আপনি কমিশন পাবনে ১৪,০০০ টাকা। এইভাবেই আপনি মাসে যদি ৪-৫ টা পলিসিও বিক্রি করতে পারেন, তাহলেও আপনার মাসিক আয় হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। তাই এইভাবে LIC-এর সাথে কাজ করে টাকা রোজগার করতে চাইলে, নিকটবর্তী কোনো LIC Office-এ নিয়ে যোগাযোগ করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo