TT অর্থাৎ halt contractor পদের পর ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, রেলের ওয়ার্কশপে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে দক্ষিণপূর্ব রেলের তরফ থেকে। সব মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৩,০০০ এর মতো। একই সাথে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ পূর্ব রেলওয়ে ৮ টি পদে মোট ৩,০০০ জন কর্মী নিয়োগ করবে। সেই পদ গুলোর নাম হচ্ছে, Filter, Machinist, Welder, Tumer, Electrician, Painter General এবং Refrigeration & Air Conditioning।
শিক্ষাগত যোগ্যতা: রেলের এই ৮ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং SCVT পাস করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই তারা রেলের উক্ত এই ৮ পদের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ স্থান: Howrah division, Liluah workshop, Sealdah division, kachrapara workshop, Malda division, Asansol division এবং Jamalpur workshop হবে কর্মী নিয়োগ।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৬/১০/২০২৩ তারিখের আগে দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার যে লিঙ্ক তা নিচে দেয়া হল। কোন ঝামেলা ছাড়াই সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
আবেদন মূল্য: রেলের উক্ত পদ গুলোতে আবেদন করার জন্য ১০০/ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। এই টাকা আবেদন করার সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পে করতে হবে আবেদনকারীকে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।