শূন্যপদ ৮,০০০! বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করবে SBI, জানুন আবেদন পদ্ধতি

অল্প শিক্ষাগত যোগ্যতায় এবং বেশ ভালো টাকা মাসিক বেতনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিভিন্ন শাখায় কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। SBI তে কোন পদে এত চাকরি খালি রয়েছে? আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন? কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে- এইসব যাবতীয় তথ্য নীচে উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ চাকরির খবরটি বিস্তারিত পড়ে দেখতে পারেন।।

পদের নাম এবং শূন্যপদ: এবার SBI তে একসঙ্গে প্রচুর চাকরি দেওয়া হবে। অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন শাখা মিলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রায় ৮,০০০ পদের চাকরি খালি রয়েছে। এই ৮ হাজার পদে SBI Junior Clerk নিয়োগ করা হবে। রাজ্যের যেকোন জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন করার জন্য যোগ্যতা এবং বয়স: SBI জুনিয়র ক্লার্ক পদে চাকরি করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে স্নাতক পাস করা থাকতে হবে। অপরদিকে,আবেদনের জন্য প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর।

SBI

মাসিক বেতন: SBI Clerk পদের মাসিক বেতন যথেষ্ট ভালো রয়েছে। ক্লার্ক পদে চাকরি পাওয়ার পর আপনার মাসিক বেতন শুরু হতে পারে মাসিক ২৫ থেকে ২৯ হাজার টাকা থেকে। তবে এই বেতনের চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই SBI Junior Clerk নিয়োগের পরীক্ষায় পাস করতে হবে।

আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের www.sbi.co.in/careers ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইনে কবে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত আবেবন করা যাবে- এই সমস্ত তথ্য SBI Clerk Recruitment 2023 এর Official Notification প্রকাশ হবার পরেই জানা যাবে। সম্ভবত এই অক্টোবর মাসেই আপনারা সেই নোটিশ পেয়ে যাবেন।

আরোও পড়ুন২১,০০০ টাকা মাসিক বেতন ITBP কনস্টেবল পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “শূন্যপদ ৮,০০০! বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করবে SBI, জানুন আবেদন পদ্ধতি”

Leave a Comment