পশ্চিমবঙ্গের যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির (Government job) প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি আমরা। সম্প্রতি কলকাতা পুলিশ (Kolkata police) তাদের একটি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শুধুমাত্র নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই কিভাবে আপনি কলকাতা পুলিশের সেই চাকরি জন্য আবেদন করবেন।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা পুলিশ তাদের ড্রাইভার পদের জন্য কর্মী নিয়োগ করবে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা গাড়ি চালাতে পারেন তারা চাইলে এখানে আবেদন করতে পারবেন।
শূন্যপদ: কলকাতা পুলিশের ড্রাইভার পদের জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৪১২ টির মতো। পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: কলকাতা পুলিশের ড্রাইভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র ৮ম শ্রেণী পাস। সেই সাথে চাকরিপ্রার্থীর লাইসেন্স সহ ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে।
মাসিক বেতন: কলকাতা পুলিশের ড্রাইভার পদের মাসিক বেতন, চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ১৩,০০০ টাকা দেয়া হবে। এছাড়াও এই বেতন পরবর্তীতে বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হলেই তারা আবেদনের যোগ্য। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে তা পূরণ করে নিচে দেয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ৯/১০/২০২৩।
নিয়োগ পদ্ধতি: চাকরিপ্রার্থীদের কোনরকম কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। (১ বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের)।
প্রয়োজনীয় ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Police Training School, 247, A. J. C. Bose Road, Kolkata, 700 027।
আবেদনপত্র ডাউনলোড করুন।