Sunday, December 22, 2024

৫,৫০০ শূন্যপদ! ক্লার্কশিপ পদে অসংখ্য কর্মী নিয়োগ করবে WBPSC, জেনে নিন আবেদন পদ্ধতি

এর আগে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) থেকে ক্লার্ক নিয়োগ করা হতো। তবে ২০২৩ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন(WBSSC) থেকে ক্লার্ক নিয়োগ করা হবে। একটা short notice থেকে জানা যাচ্ছে, এবছর WBSSC থেকে ৫০০০ এর বেশি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে। ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে কোন যোগ্যতায় আবেদন করা যাবে? বয়স কত থেকে কতোর মধ্যে থাকতে হবে? বেতন কত হবে এবং কী পদ্ধতিতে নিয়োগ করা হবে- এই যাবতীয় তথ্য নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।

পদ, যোগ্যতা এবং বয়স: WBSSC থেকে যে ক্লার্ক পদে নিয়োগ করা হবে সেই ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে প্রার্থীর কম্পিউটারে কাজ করার জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর আবেদন করতে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। এই নির্দিষ্ট বয়সসীমা ছাড়াও SC/ST & OBC প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।

বেতন এবং নিয়োগ পদ্ধতি: WBSSC থেকে নিয়োগ করা ক্লার্কদের মাসিক বেতন যথেষ্ট ভালো। পে লেভেল ছয় অনুযায়ী ক্লার্ক পদের সর্বনিম্ন মানসিক বেতন হবে ২৬ হাজার ৭০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ৫৮ হাজার ৫০০ টাকা। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের মূলত তিনটি ধাপ পার করস্ত পর নিয়োগ করা হবে। প্রথমত একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর কম্পিউটার টেস্ট এবং সবশেষে ইন্টারভিউ নেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

আবেদনের পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন WBSSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তবে এখনই এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন না কারণ এখনো আবেদন শুরু হয়নি সম্ভবত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে অনলাইন আবেদন শুরু হবে। এই নিয়োগ সংক্রান্ত অফিশিয়াল নোটিশ এখনো বের হয়নি। বের হলেই আবেদন সংক্রান্ত এবং লিখিত পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত সব তথ্য জানা যাবে। তবে নিয়োগ যখনই হোক, আপনি এখন থেকেই এর জন্য প্রস্তুতি নিতে পারেন।

আরো পড়ুন Data Enter Operator পদে নিয়োগ কর্মী

আপনার জন্য
WhatsApp Logo