Saturday, December 21, 2024

সরাসরি নিয়োগ হবে কর্মী, পশ্চিমবঙ্গে ফের data entry operator পদে চাকরির সুযোগ, আবেদন করুন এভাবে

চাকরিপ্রার্থীদের জন্য ফের একবার খুশির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি ফের একবার Data Enter Operator পদে চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে। যেখানে মাসিক বেতন দেয়া হবে ১০,০০০ টাকা, সেই সাথে কম শিক্ষাগত যোগ্যতায় সবাই করতে পারবেন আবেদন। তাই আপনি যদি data entry operator পদে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।

যে পদে কর্মী নিয়োগ হবে: রাজ্যের কেন্দ্রীয় সরকারের NHAI ( সড়ক দপ্তরের প্রোজেক্টের জন্য) Data Enter Operator পদে নিয়োগ করা হবে কর্মী।

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে সর্বমোট দুটি।

নিয়োগ স্থান: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আলিপুরদুয়ার জেলাতে হবে পোস্টিং।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: data entry operator পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ১ এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট। এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। অর্থাৎ আগে যদি data entry operator পদে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে তিনি এখানে আবেদন করতে পারবেন।

Job

মাসিক বেতন: Data entry operator পদের মাসিক খুবই নিম্ন। চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা। তবে এই বেতন ভবিষ্যতে বাড়বে কিনা জানা নেই।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ০১/০৯/২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হলেই তারা DEO (Data Enter Operator) পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: এখানে কোনরকম কোন আবেদন পদ্ধতি নেই। আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেয়া ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সরাসরি ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে ৬/১০/২০২৩ সরকার ১১টা।

প্রয়োজনীয় ডকুমেন্ট: নিজের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্বের কাজে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এবং ছবি লাগানো নিজের একটি CV।

ইন্টারভিউয়ের স্থান: Bhumi Conference Hall, Room No-402, 4th floor, Dooars Kanya, Alipurduar.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরোও পড়ুন উচ্চমাধ্যমিক পাশে পূর্ব রেলে কর্মী নিয়োগ 

আপনার জন্য
WhatsApp Logo