Wednesday, January 15, 2025

কেন্দ্রের GD Constable পদে নিয়োগ প্রচুর পরিমাণে কর্মী, জানুন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

নতুন করে SSC GD Constable নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশেই ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকেই করা যাবে আবেদন। যারা জানেন না, SSC GD Constable হতে গেলে কী যোগ্যতা লাগে? মাসিক বেতন কত হয় বয়স কত হতে হয়? এবারের আবেদন কবে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে- তাদের জন্য আজকের এই চাকরির খবর।।

মাসিক বেতন: GD কন্সটেবল পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন যথেষ্ট ভালো হবে। পে লেভেল ৩ অনুযায়ী আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ২১, ৭০০ টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ৬৯,১০০ হাজার টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা:  SSC GD Constable হতে গেলে আপনাকে খুব বেশি শিক্ষিত হতে হয় না। যদি আপনি অন্ততপক্ষে মাধ্যমিক পাসও করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পাশ ছাড়াও আপনার কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে GD Constable হওয়ার জন্য অন্ততপক্ষে উচ্চতা হতে হবে ১৭০ সেন্টিমিটার এবং মেয়েদের হতে হবে ১৫৭ সেন্টিমিটার। তবে ক্যাটেগরি অনুযায়ী এখানেও কম বেশি রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রয়োজনীয় বয়স: যদি আপনি জিডি কনস্টেবল হতে চান বা এই পদের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার বর্তমান বয়স সর্বনিম্ন হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ হতে হবে ২৩ বছর। তবে সেই সঙ্গে আপনি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

Police constable

কী করে নিয়োগ করা হবে: আবেদনকারী প্রার্থীদের মূলত চারটি ধাপ পাস করার পর নিয়োগ করা হবে। সি চারটি ধাপ হলো- লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা পরীক্ষা (PMT/PST),শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET) এবং মেডিক্যাল টেস্ট। শারীরিক যোগ্যতার বিষয়টা আপনারা অফিশিয়াল নোটিশ থেকে দেখে নিন।

কিভাবে আবেদন করতে হবে: ২০২৩ সালের আবেদন শুরু হবে নভেম্বর মাসের ২৪ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে ডিসেম্বর মাসের ২৮ তারিখে। আপনাদের আবেদন করতে হবে করতে হবে অনলাইনে। আপনি নিজের ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। আর যদি আপনি অনলাইন আবেদন করতে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে থেকেও আবেদন করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo