শিক্ষক দিবসের দিনটি শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়, ছাত্র-ছাত্রীদের জন্যেও একটি বিশেষ দিন। আর আজকের এই দিনটিকে আরো বিশেষ করে তুলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ আজকের দিনেই এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী অসংখ্য পড়ুয়াদের হাতে তুলে দেবেন কড়কড়ে ১০,০০০ টাকা।
৫ই সেপ্টেম্বর অর্থাৎ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানেই তিনি রাজ্যের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের হাতে মোট দশ হাজার টাকা তুলে দেবেন। রাজ্যের ‘তরুণের স্বপ্ন প্রকল্পের’ অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে সকলেই যে এই প্রকল্পের সুবিধা পাবেন এমনটা নয়। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে তাকে অবশ্যই রাজ্যের কোন স্কুল বা মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হতে হবে এবং সেই সঙ্গে তার পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে হতে হবে।
২০২১ সাল থেকেই রাজ্যে এই ব্যবস্থা চলে আসছে। ২০২১ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতি বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মোবাইল বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকেন। এবছর শিক্ষক দিবসের দিন অর্থাৎ আজ,রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানের আয়োজন করবেন এবং সেই অনুষ্ঠানে তিনি সকল ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকা ব্যাংক একাউন্টে পাঠাবেন।।
তবে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীই যে ১০ হাজার টাকা করে পাবেন,তেমনটা নয়। মোবাইল বা ফোন (Mobile phone) কেনার জন্য যে ১০ হাজার টাকা সরকার থেকে দেওয়া হয়, সেই টাকাটা পাওয়ার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের আগে থেকে আবেদন করতে হয়। এবং সেই আবেদনটা করতে হয় স্কুল থেকে, যেহেতু আবেদন করার জন্য কোন অনলাইন পদ্ধতি এখনো চালু হয়নি। যারা আগেই আবেদন করেছিলো,তারাই আজকে পেয়ে যাবে নগদ ১০,০০০ টাকা।