ছুটির কথা শুনলেই মনটা সকলের কেমন একটা জেন করে উঠে। তার কারণ হলো স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ছুটির দিন গুলোতে একটু খেলাধুলা অথবা কোথাও কেউ ঘুরতে যান আবার অফিস আদালতে কর্মরত সরকারি এবং বেসরকারি কর্মীরা সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটান। এক কথায় বলতে গেলে ছুটি হচ্ছে একটি আনন্দের মুহুর্ত।
তবে সামনেই হচ্ছে অক্টোবর মাস। আর এই অক্টোবর মাসেই দূর্গা পূজা এবং কালি পূজোর বেশ লম্বা একটি ছুটি পেয়ে থাকেন স্কুল কলেজের পড়ুয়ারা। তবে শোনো যাচ্ছে যে পূজোর ছুটির আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে ১১ দিন দুটি থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজ। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ সারা দেশে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে ছুটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্র এবং রাজ্যের সরকার। যেই তালিকা অনুযায়ী ১১ দিন ছুটি থাকবে দেশের সমস্ত স্কুল কলেজ সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি ছুটির দিন পড়ছে। চলুন দেখে নেওয়া যাক সেই ছুটির তালিকা।
১১ দিন ছুটির তালিকা:
৮ সেপ্টেম্বর (শুক্রবার) – এদিন রাজধানী দিল্লিতে G20 সম্মেলনের কারণে বন্ধ থাকবে সেখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো।
৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) – একই কারণে এই দিনেও রাজধানী দিল্লিতে G20 সম্মেলনের কারণে সেখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর ( রবিবার) – এদিন রবিবার হাওয়ার দরুন দেশের সমস্ত স্কুল-কলেজ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো ছুটি থাকবে।
১৮ সেপ্টেম্বর (সোমবার) – পশ্চিমবঙ্গ ছাড়া এদিন অন্যান্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) – গনেশ চতুর্থী এদিক সরকারি ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে।
২০ সেপ্টেম্বর (বুধবার) – গনেশ চতুর্থী উপলক্ষে এই দিনও সরকারি ছুটি থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে।
২২ সেপ্টেম্বর (শুক্রবার) – এদিন শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস। তবে পশ্চিমবঙ্গে ছুটি নয়।
২৩ সেপ্টেম্বর (শনিবার) – এদিন মহারাজা হরি শিং এর জন্মদিন। (এদিন পশ্চিমবঙ্গ ছুটি নয়)
২৪ সেপ্টেম্বর (রবিবার) – এদিন সারা দেশ সহ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজ এবং সরকারি প্রতিষ্ঠান গুলো ছুটি থাকবে রবিবার হাওয়ার কারণে।