রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। জানা গেছে যে রাজ্যে স্বাস্থ্য দফতরে (West Bengal health department recruitment) বিপুল পরিমাণে শূন্যপদে নিয়োগ হচ্ছে কর্মী। তাই কোন পদে কতো শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কবে জেনে নিন।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কমিউনিটি হেলথ অফিসার শূন্যপদে নিয়োগ হচ্ছে কর্মী।
মোট শূন্যপদ: মোট শূন্যপদ এখানে 1,500 টি। SC- 330, ST- 90, General- 750, OBC (A)- 150 এবং OBC (B)- 150 টি শূন্যপদ এছাড়াও রয়েছে আরও কিছু পদ।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হলেই তারা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: স্বাস্থ্য দফতরে উক্ত পদ গুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে B.Sc Nursing ডিগ্রি থাকলেই চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে তাদের নাম নথিভুক্ত থাকতে হবে।
বেতন: চাকরি নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন হবে ২০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ২০ আগস্টের মধ্যে wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীরা চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদনের ফর্ম পূরণ করতে পারবেন।
আবেদন মূল্য: সাধারণ শ্রেনীর প্রার্থীদের থেকে আবেদন মূল্য বাবদ ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের থেকে ৫০ টাকা আবেদন মূল্য নেয়া হবে।