আগস্ট মাসের প্রায় অর্ধেক হতে চললো। কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Laxmi Vander scheme) টাকা পাননি এমন মহিলার সংখ্যা কম নয়। কিন্তু কেন অনেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাচ্ছেন না, তারা কি আদতেও আর টাকা পাবেন নাকি পাবেন না। আর যদিও বা পান,তাহলে কবে সেই টাকা পেতে পারেন-এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই প্রতিবেদনে।
অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার প্রধান কারণ আবেদনের সময় ভুল করা ফেলা। সেই ভুলটি হলো ভূল নথিপত্র জমা দেওয়া। অনেক মহিলাই আছেন যারা ভূলবশত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, তাড়াহুড়োয় ভুলভাল নথিপত্র জমা দেন। এভাবে যাদের ভূলভাল নথিপত্র জমা পড়ে, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবো সম্ভব হয়না। ফলে অনেকেই নিজের প্রাপ্য টাকা হারিয়ে ফেলেন। কিন্তু যাদের আবেদনে কোনো ভূল থাকেনা, তাদের টাকা নিয়ে কোনো চিন্তা না করাই ভালো।
প্রতিবার মাসের শুরুতেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু অন্যান্য মাসের তুলনায় এই মাসে সেই টাকা পাঠাতে একটু দেরি হচ্ছে। চলতি আগস্ট মাসে অনেকের লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে এক হাজার টাকা আবার অনেকের দেড় হাজার টাকা করে পাওয়ার কথা ছিল। কিন্তু অনেকেই সেই টাকা এখনো পাননি। তবে মূখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি আগস্ট মাসের ১৪-১৮ তারিখের মধ্যেই সবাই নিজের টাকা পেয়ে যাবেন।
লক্ষীর ভান্ডারের টাকা দেরিতে পাওয়ার প্রধান কারণ হচ্ছে আবেদনকারীদের সংখ্যা। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি সেই কারণে ধাপে ধাপে টাকা দেওয়া হয়। এভাবে সরকারি কোষাগার থেকে ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক থেকে আবেদনকারীদের খাতায় টাকা পৌঁছতে অনেকটাই সময় চলে যায়।