মোটা বেতনের চাকরি! রাজ্যের SBI ব্যাংকে চাকরির বিরাট সুযোগ, জানুন আবেদন‌ পদ্ধতি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য আনন্দের খবর।রাজ্যের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI তে চাকরির দুর্দান্ত সুযোগ। কোন কোন পদে কর্মী নিয়োগ করছে SBI? বেতন কতো? আবেদন করবেন কিভাবে চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবেঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে SBI 2টি পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই পদ দুটি হচ্ছে credit financial analyse এবং Faculty Executive education। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শূন্যপদ সংখ্যাঃ SBI এর দুটি পদের জন্যই শূন্যপদ রয়েছে ২টি করে।

শিক্ষাগত যোগ্যতাঃ Credit financial analyse পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে CA, MBA অথবা PGMD ডিগ্রী। অন্যদিকে Faculty Executive education পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে একই।

Job

আরো পড়ুন কেন্দ্রের এই সংস্থায় নিয়োগ ১৭৬৪ জন কর্মী!

বেতনঃ Credit financial analyse পদের মাসিক বেতন ৬৩,৪৮০ টাকা। বয়সসীমা ২৭ থেকে ৩৬ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। অন্যদিকে Faculty Executive education পদের বেতন হচ্ছে ২৫ থেকে ৪০ লক্ষ টাকা বার্ষিক। এবং ২৮ থেকে ৫৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এতে আবেদন করার যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৯ আগস্টের আগে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য অবশ্যই আবেদন চার্জ লাগবে। সেটা হচ্ছে সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য ৭৫০ টাকা এবং SC, ST, OBC সহ অন্যান্য যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছেন তাদের ১২৫ টাকা আবেদন মূল্য লাগবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment