যারা কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি মাসিক ২১ হাজার টাকা বেতনের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (Airport authority of India) তে চাকরির সুযোগ। যেখানে শূন্যপদ রয়েছে ১০৫টি। তাই আপনি যদি এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে জেনে নিন আবেদনের পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ।
—–
শুধুমাত্র মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্ম খালি। মোট শূন্যপদ ১০৫টি। যার মধ্যে General এর জন্য ৪৪টি শূন্যপদ, OBC দের জন্য ২৮টি শূন্যপদ, SC এর জন্য ১৫ টি শূন্যপদ, ST দের জন্য ৭টি শূন্যপদ এবং EWS দের জন্য শূন্যপদ সংখ্যা প্রকাশ করা হয়েছে ১১টি। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে পদে চাকরি নিয়োগ হবে তার নাম হচ্ছে trolley Retriever। ভারতের যে কোন স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে এবং চাকরির পোস্টিং হবে চেন্নাইতে।
——
আরো পড়ুন – বন্ধন ব্যাংকের কর্মী নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয়েছে তাদের শারীরিক উচ্চতা। ১৬৭ সিমি উচ্চতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এয়ারপোর্টের এই পদের জন্য আবেদন করার যোগ্য। সেই সাথে এয়ারপোর্টের এই পদের বেতন হচ্ছে ২১,৩০০ টাকা। আগ্রহী চাকরিপ্রার্থীদের AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীরা তাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ২৫০ টাকা আবেদন মূল্য নেয়া হবে চাকরিপ্রার্থীদের থেকে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩১ আগস্ট ২০২৩।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।