যারা কম শিক্ষাগত যোগ্যতায় একটি ভালো সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। কারণ ভারতীয় ডাক বিভাগ (india Post) গ্ৰুপ ডি পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে পোষ্ট অফিসের গ্ৰুপ ডি পদের জন্য। যেখানে শূন্যপদ রয়েছে প্রায় ৯৮ হাজার। তাই পোস্ট অফিসের গ্ৰুপ ডি পদে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন রইলো সব কিছু বিস্তারিত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় ডাক বিভাগ পোস্টম্যান, মেলগার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এবং মাল্টি টাস্কিং স্টাফ পদ সহ আরও একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সেই সাথে বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে পোষ্ট অফিসের উক্ত এই পদ গুলোর জন্য। আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্ডিয়া পোষ্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটেindiapost.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে কারো অনলাইন আবেদন করতে সমস্যা হলে তিনি তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে খুবই সহজেই আবেদন করতে পারবেন।
আরো পড়ুন – উচ্চমাধ্যমিক পাশেই বন্ধন ব্যাংকে নিয়োগ কর্মী, লিখিত পরীক্ষা ছাড়াই এভাবে করুন আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যেমন, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র , দুটি পাসপোর্টের সাইজের ছবি ইত্যাদি সঙ্গে করে নিয়ে যেতে হবে।