গ্রুপ ডি লেভেলের একাধিক পদে চাকরি খালি রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে (indian coast guard)। যাদের শিক্ষাগত যোগ্যতা কম, গ্রুপ ডি লেভেলের কোনো সরকারি পদের চাকরি খুজছেন, তাদের জন্য আজকের এই চাকরির খবর। ইন্ডিয়ান কোস্ট কার্ডে গ্রুপ ডি লেভেলের কোন কোন পদে নিয়োগ হবে,কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে, কোন পদে মাসিক বেতন কেমন, কীকরে আবেদন করতে হবে- এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ ডি (group D) লেভেলের মোট ছয় ধরনের চাকরি খালি রয়েছে। যেই ছয় ধরণের গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ হবে, তা হল- ড্রাইভার, পিয়ন, ক্লিনার, ফিটার, মালি এবং সুইপার। এই ছয় ধরনের পদের মধ্যে যেকোনো একটি পদের জন্য আবেদন করতে চাইলে প্রাচীর বয়স সর্বনিম্ন হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। সেই সঙ্গে সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।।
আবেদন করার জন্য যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে অন্ততপক্ষে মাধ্যমিক পাস। গ্রুপ ডি লেভেলের পদ হওয়ায় আবেদন করার জন্য প্রার্থীর বেশি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে। ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও বেশিরভাগ পদে আবেদন করা যাবে। তবে এখানকার ফিটার পদে আবেদন করার জন্য প্রার্থীর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে প্রার্থীকে আইটিআই পাস করতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা ভালো ভাবে বুঝতে চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে দেখতে পারেন।।
আরো পড়ুন – পুজোর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে নিয়োগ ৬,৬০৫ জন কর্মী, কোন পদে কতো শূন্যপদ জেনে নিন
যে সমস্ত প্রার্থীরা কোনো একটি পদের জন্য আবেদন করবেন,তাদের প্রথম একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তবে তাদের ইন্টারভিউ-র (interview) জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ পাশ করলে তবেই তাদের মূল পদে নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ের ওপর লিখিত পরিক্ষা হবে তা অফিশিয়াল বিজ্ঞপ্তির 5 নম্বর পেজে বলা হয়েছে। কোথায়, কখন এবং কিভাবে পরিক্ষা হবে তা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
আপনি যেই পদের জন্য আবেদন যোগ্য, সেই পদের জন্য আবেদন করতে হলে আপনাক্র অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য যে আবেদনপত্র প্রয়োজন, সেটা আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তির নিচের দিকে পেয়ে যাবেন। আমাদের Whatsapp Group-এ আপনি বিজ্ঞপ্তি সহ আবেদনপত্র পেয়ে যাবেন। আমাদের গ্রুপ থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট বের করার সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর অফিশিয়াল বিজ্ঞপ্তির 4 নম্বর পেএ উল্লেখ করা ঠিকানায় সেটা আপনাকে পাঠাতে হবে। আবেদন করতে যাতে কোনো ভুল আ হয়, তাই আবেদন করার পূর্বে দয়াকরে অফিশিয়াল বিজ্ঞপ্তির 3 নম্বর পেজ ভালো করে পড়ে নেবেন।