Saturday, December 21, 2024

মোটা অংকের বেতন, রাজ্যে ECL সংস্থায় নিযোগ সুপারভাইজার, জানুন বিস্তারিত

রাজ্যে ECL সংস্থা অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে দুটি পদের জন্য শূন্যপদ প্রকাশ করা হয়েছে। যার বেতন শুরু হচ্ছে ৩৭,৫০০ থেকে ১,২০,০০ টাকা পর্যন্ত। আগ্রহী চাকরিপ্রার্থীদের ১৫ আগস্টের মধ্যে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা এবং ECL- এর দুটি পদের সমন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

যে দুটি পদে নিয়োগ হবেঃ ফুলটাইম অ্যাডভাইজার ভূমি রাজস্ব ও এস্টেট এবং ফুলটাইম অ্যাডভাইজার পরিবেশ ও বন পদে নিয়োগ হবে কর্মী।

 

শিক্ষাগত যোগ্যতাঃ এই দুই পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আলাদা আলাদা। ফুলটাইম অ্যাডভাইজার ভূমি রাজস্ব ও এস্টেট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে DLRO/AC পদে কর্মরত থাকা অবসরপ্রাপ্ত কর্মীরা এতে আবেদন করতে পারবেন। এবং ফুলটাইম অ্যাডভাইজার পরিবেশ ও বন বিভাগের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে PCCF/APCCF পদের অবসরপ্রাপ্ত কর্মীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদঃ ফুলটাইম অ্যাডভাইজার ভূমি রাজস্ব ও এস্টেট পদে শূন্যপদ রয়েছে ২টি। ফুলটাইম অ্যাডভাইজার পরিবেশ ও বন বিভাগের পদে শূন্যপদ রয়েছে ১টি।

বয়সসীমাঃ দুটি পদেরই বয়সসীমা ৬৫ বছর হলেই আবেদন করা যাবে।

বেতনঃ ৩৭,৫০০ থেকে ১,২০,০০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন।

নিয়োগ স্থানঃ ফুলটাইম অ্যাডভাইজার ভূমি রাজস্ব ও এস্টেট পদের জন্য নিযোগ স্থান হবে রাজমহল এলাকা। এবং ফুলটাইম অ্যাডভাইজার পরিবেশ ও বন বিভাগের নিয়োগ স্থান হবে রাঁচিতে।

আবেদনের পদ্ধতিঃ আবেদন পদ্ধতি অফলাইনে হবে। HOD(EE), ECL., Sanctoria, P.S. Disergarh, Pin-713333, Burdwan(W.B) এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ ১৫ আগষ্ট বেলা ৫টা।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo