আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নতুন করে একটি প্রকল্প চালু করতে চলেছেন। যারা আবেদন করবেন তারা এই প্রকল্প থেকে পাবেন বার্ষিক ১০,০০০ টাকা। তবে সকলেই যে সেই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তেমন টাও নয়। রাজ্যের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষই মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়াও যারা আবেদন করবেন বা এই প্রকল্পের আওতায় আসবেন, কোনো কারণে হঠাৎ যদি দুর্ভাগ্যবশত তাদের মৃত্যু ঘটে,তাহলে তাদের পরিবার এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র এমন ব্যাক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীরা অফ লাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন। অফলাইন আবেদন করার জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে। যারা অনলাইনে আবেদন করা পছন্দ করেন না তারা চাইলেmatirkatha.gov.in ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে পারেন।
মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prokolpo)। রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই এই নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যেসব কৃষক এক একরের বেশি জমিতে চাষাবাদ করেন,তাদের দুটি কিস্তিতে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। অপরদিকে যারা এক একরের কম জমিতে চাষ করেন,তাদের দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও আবেদনকারী ব্যক্তির হঠাৎ যদি মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার এই প্রকল্প থেকে মোট ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকের জমির দলিল,আধার কার্ডের (AadharCard) সঙ্গে লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট,ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি নিজের বিডিও বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।