Wednesday, January 15, 2025

একটা দুটো নয়, এবার থেকে রেশনে মিলবে মোট ৩৫ রকমের সামগ্রী, দেখুন তালিকা

গরীব দুঃস্থ মানুষকে কম পয়সায় চাল গম দিতে দেশে চালু করা হয়েছিল রেশন ব্যাবস্থা। ফলে একজন মানুষের কাছে রেশন কার্ড (Ration card) থাকলেই তিনি বাজারের থেকে কম মূল্যে চাল গম কিনতে পারতেন রেশন দোকান থেকে। এরপর ২০২১ সালে করানো অতিমারির পর কেন্দ্রে সরকার ঘোষণা করে যে দেশের মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার। আর কেন্দ্রের এই ডাকে সাড়া দেয় ভারতের বেশিরভাগ ভাগ রাজ্যে গুলো।

তবে এতো দিন পর্যন্ত রেশনে শুধুমাত্র সীমিত খাদ্য সামগ্রী পাওয়া যেত। শোনা যাচ্ছে যে এবার থেকে রেশনে আর একটি দুটি নয় বরং পাওয়া যাবে মোট ৩৫ রকম খাদ্য সামগ্রী। কি কি সামগ্রী পাওয়া যাবে তার একটি তালিকা এসে পৌঁছেছে আমাদের কাছে। চুল দেখে নেয়া যাক এবার থেকে রেশনে কি কি মাল পাওয়া যাবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার থেকে রেশনে মিলবে ৩৫ রকম পণ্য যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে, কলা, রুটি, মাশরুম, মসলা, বিউটি প্রোডাক্ট, ছাতা, টর্চ লাইট, ঘি, লবণ, শুকনো খাবার, গুড়, ফল, পোচা, লক, রেইনকোট, মিষ্টি, জামা কাপড়, সয়াবিন, ধুপ, চিরুনি, গ্লাস, ডিটারজেন্ট, দেশলাই, দড়ি, বালতি,মগ, চালনী, পাটের দড়ি, সাবান, বাথরুম ক্লিনার, বেবি কেয়ার প্রোডাক্ট, ডাইপার, ম্যাসাজ অয়েল, বডি লোশন সহ ইত্যাদি এবার থেকে পাওয়া যাবে রেশন দোকানেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration

এককথায় অভিনব এই ডিজিটাল রেশন দোকান চালু হতে চলেছে উত্তর প্রদেশে (Uttar Pradesh)। উত্তর প্রদেশের সরকার যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নতুন এই মডেল রেশন দোকান চালু করতে চলেছেন তাঁর রাজ্যে। যেখানে সাধারনত মানুষকে আর প্রয়োজনীয় সব পণ্য কিনতে এবার থেকে অন্য কোথাও যেতে হবে না সবকিছু পাওয়া যাবে রেশন দোকানেই। জানা গেছে যে, আগামী মাসেই নতুন এই মডেল রেশন দোকান চালু হতে চলেছে পুরো উত্তর প্রদেশ জুড়ে। নতুন এই প্রকল্পের নাম দেয়া হয়েছে অন্নপূর্ণা রেশন প্রকল্প।

আপনার জন্য
WhatsApp Logo