Thursday, January 2, 2025

বেতন ৩৩,০০০ টাকা, রাজ্যে শিশু দপ্তরে নিয়োগ হচ্ছে কর্মী, এভাবে জানান আবেদন

সম্প্রতি রাজ্যে শিশু সুরক্ষা দপ্তর  তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেই বিজ্ঞপ্তি অনুসারে officer in Charge এবং House mother এই দুটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে এই ২ পদের জন্য। তাই আপনি যদি রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের এই দুটি পদে চাকরি করতে চান শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের officer in Charge এবং House mother এই দুই পদের বেতন আলাদা আলাদা, officer in Charge এর বেতন হচ্ছে ৩৩,১০০ টাকা এবং House mother পদের বেতন হচ্ছে ১৪,৫৬৪ টাকা এবং এই দুই পদেরই শূন্যপদ রয়েছে ১ টি করে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ৭ আগস্টের মধ্যে চিনে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। চলুন জেনে নিই এই দুই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা।

officer in Charge পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে LLB এবং philosophy অথবা social science নিয়ে স্নাতক ডিগ্রী পাস। এই পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ২৭ থেকে ৪০ বছর। অন্যদিকে House mother পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভারতের যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতুল্য পাস থাকলেও House mother পদের জন্য আবেদন করা যাবে। এবং এই পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ২১ থেকে ৪০ বছর। আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনে নিচে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এক্ষেত্রে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট nadia.gov.in থেকে আবেদনপত্র প্রথমে download করে নিয়ে সেটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরন করে পাঠাতে হবে নিচে দেয়া ঠিকানায়। এবং অফিসিয়াল নোটিশ আমাদের WhatsApp গ্রুপে দেয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Social Welfare Section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101

জানিয়ে রাখি যে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। এবং লিখিত পরীক্ষা নেয়া হবে ৮০ নম্বরে। এবং শেষে ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই মিলবে চাকরি। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৭ আগস্টে মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo