আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। যা UIDAI এর তরফ থেকে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এই আধার কার্ড বর্তমানে সব কাজেই লাগে যেমন ব্যাংক একাউন্ট (Bank account) থেকে শুরু করে সরকারি যে কোন প্রকল্পের সুবিধা নিতে গেলে আধার কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি এই আধার কার্ড কখনো হারিয়ে যায় কি করবেন?
মানুষের মন সর্বদা অবচেতন। যে কোন সময় যে কোন কিছুই হারিয়ে যেতে পারে। আর আধার কার্ড হারিয়ে ফেরাটা কোন বড় ব্যপার নয়। কিন্তু আধার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে এই ব্যপারে জানা থাকলে কোন সমস্যার মধ্যে পড়তে হবে না। তাই চলুন জেনে নিই আধার কার্ড হারিয়ে গেলে কি করবেন।
আধার কার্ড হারিয়ে গেলে করনীয়ঃ আধার কার্ড হারিয়ে গেলে হালকা ভাবে নেবেন না। কারণ আপনার আধার কার্ড অবৈধ কাজে ব্যবহার হতে পারে। আপনি আধার কার্ড হারিয়ে গেলে পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে পারেন। আপনি FIR করতে পারেন আপনার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে। আধার কার্ড হারিয়ে গেলে আপনি আপনার নিকটবর্তী আধার সেন্টারে যেতে পারেন। কিছু প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আপনি একটি ডুপ্লিকেট আধার কার্ড বের করে নিতে পারেন। অন্যদিকে আধার কার্ড হারিয়ে গেলে আধার সেন্টারে ডুপ্লিকেট আধার কার্ড বের করার সময় আপনার থেকে কিছু চার্জ নেয়া হতে পারে। কিছু চার্জের বিনিময়ে আপনি আপনার হারিয়ে ফেলা আধার কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে আবারও ফিরে পাবেন। তবে আধার কার্ড হারিয়ে গেলে সবার প্রথমে পুলিশ স্টেশনে FIR করাটা জরুরি।