Saturday, December 21, 2024

ফের একবার ভারতীয় রেলে নিয়োগ প্রচুর সংখ্যক কর্মী, মাধ্যমিক পাশেই এভাবে করুন আবেদন

যারা রেলে চাকরির জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে। শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং ITI করা থাকলেই রেলের চাকরির জন্য আবেদনের ফর্মটি পূরণ করতে পারবেন যে কেউই। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো দক্ষিণ-পশ্চিম রেলওয়ের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। এবং আবেদনের ফর্ম পূরণের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হবে এই প্রতিবেদনে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, দক্ষিণ-পশ্চিম রেলওয়ে মোট ৯০৪ টি শূন্যপদের কর্মী নিয়োগ করছে। সেই পদ গুলোর হচ্ছে Fitter, Turner, Welder, Mechanist, Painter এবং Electrician। মাধ্যমিক পাশের সাথে ITI করা থাকলেই এবং বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই রেলের এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবে আপনি। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে রেলের এই পদ গুলোতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২ আগষ্ট ২০২৩ এবং ৩ জুলাই ২০২৩ থেকে ইতিপূর্বেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Indian railway

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের পদ্ধতিঃ রেলে এই পদ গুলোতে চাকরি করতে ইচ্ছুক আগ্রহী চাকরিপ্রার্থীদেরwww.rrchubil.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজেকে নিবন্ধ করে নিতে হবে সেখানে। এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান (scan) করে জমা দিতে হবে ওয়েবসাইটে। জানিয়ে রাখি যে, রেলের এই পদ গুলোর জন্য কোন রকম কোন আবেদন মূল্য দিতে হবে না কাউকে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্য।

আপনার জন্য
WhatsApp Logo