আমাদের মধ্যে অনেকেরই ব্যাবসা (buisness) করার ইচ্ছে থাকে। বর্তমানে চাকরির বাজারে চাকরি না পেলে ব্যাবসা করার ইচ্ছে তৈরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে অনেকেই ব্যবসা করতে ভয় পান। মনে জোর না থাকায় ব্যাবসায় লস হবার ভয়ে ব্যাবসা করতে চান না অনেকেই। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে ৫টি এমন ব্যাবসার কথা বলতে যাচ্ছি যেটি আপনি চাইলে খুব সহজেই শুরু করতে পারেন, এই ব্যাবসায় লস হাওয়ার সম্ভবনা খুবই কম।
শুরু করুন এই ৫ ব্যাবসাঃ
১) খাবারের হোম ডেলিভারীঃ যারা সাধারণ মেসে কিংবা ভাড়া বাড়িতে থাকেন তাদের মূল সমস্যা হচ্ছে রান্না করে খাওয়া। এমন মানুষের কাছে সময় খুবই মূল্যবান। এদের ঘাড়ে অফিসের প্রচুর পরিমাণে চাপ থাকে সবসময়, এরপর অফিস থেকে বাড়িতে ফিরে রান্না করে খাওয়াটা প্রায় অসম্ভব বলা চলে। এমতাবস্থায় আপনি যদি সুস্বাদু খাবার রান্না করে তাদের খাবার হোম ডেলিভারী সার্ভিস দেন তাহলে আপনি মাসে প্রচুর টাকা কামাতে পারেন এখান থেকে।
২) অনলাইন শিক্ষকতাঃ বর্তমানে শিক্ষকতা অনেক আধুনিক হয়ে গিয়েছে। তাই আপনি যদি ছাত্র পড়িয়ে থাকেন এবং আপনি যদি বাড়িতে পড়ানোর জন্য ছেলে-মেয়ে খুঁজে না পান তাহলে ইউটিউবে (YouTube) অনলাইন শিক্ষকতা করতে পারেন। এতেও বেশ ভালো টাকা উপার্জন করা যায়।
৩) অনলাইন বেকারীঃ বাড়িতে বসে বিস্কুট,কেক এবং আরোও বেকারীযাত খাবার সামগ্রী বানিয়ে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন। এমন অনেক কমার্শিয়াল ওয়েবসাইট আছে যেখানে নিজেদের ছোট্ট কোম্পানিটিকে রেজিস্টার (Register) করে বাড়িতে বানানো বিস্কুট,কেক সহ আরোও ইত্যাদি বেকারীযাত বিভিন্ন খাবার সামগ্রী বিক্রি করা যায়। এবং এখান থেকে মাসে ভালো টাকা উপার্জন করা যায়।
৪) ফলের কিয়স্কঃ ফলের কিয়স্ক অর্থাৎ ফলে রস। এই ব্যাবসায় প্রচুর লাভ আছে। সাধারণত স্কুল গুলোর সামনে ফলের রসের দোকান শুরু করে লাভবান হাওয়া যায়। স্কুলের টিফিনের সময় ফলের রসের দোকানে খুব ভিড় হয়।
৫) গয়না তৈরিঃ বাড়িতে বসে শুরু করতে পারেন হবে কাস্টমাইজ গয়না তৈরির কাজ। কারণ মানুষ এখন কাস্টমাইজ গয়না পড়তে বেশি পছন্দ করেন। সাধারণত শাড়ির সাথে কাস্টমাইজ গয়না খুবই মানানসই। এই ব্যাবসা করে ভবিষ্যতে আশা দেখতে পাচ্ছেন অনেকে।