Friday, November 22, 2024

আধার-প্যান লিঙ্কের সময়সীমা শেষ! প্যান কার্ড সক্রিয় নাকি বাতিল হয়ে গেছে চেক করুন এভাবে

৩০ জুন ছিল আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ। যদিও এর আগে আধার-প্যান লিঙ্ক করার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু কিছু মানুষ এখনো তাদের আধার-প্যান লিঙ্ক করাননি। তাই আধার-প্যান লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে করা হয় ৩০ জুন পর্যন্ত। কিন্তু গত পরশু আবার সেই তারিখও শেষ হয়ে গিয়েছে। তাই আয়কর বিভাগের (income tax department) নিয়ম অনুযায়ী, যারা যারা সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক করাননি তাদের প্যান কার্ড বাতিল হয়ে গিয়েছে।

আপনি কি সময়ের মধ্যে আপনার আধার-প্যান লিঙ্ক করিয়েছেন? এমন বহু মানুষ আছেন যারা ফাইনের ১,০০০ টাকা দিতে পারছেন না বলে ৩০ জুনের মধ্যেও তাদের আধার-প্যান লিঙ্ক করাননি। তাই তাদের প্যান কার্ডটি নিস্ক্রিয় অথবা বাতিল করে দেওয়া হয়নি তো ইনকাম টেক্সট ডিপার্টমেন্টের তরফ থেকে? চলুন জেনে নিই।

PAN card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের প্রত্যেক নাগরিকদের আধার-প্যান লিঙ্ক করাটা জরুরি। আধার-প্যান লিঙ্ক করলে সরকারি এবং বেসরকারী দুই জায়গাতেই ভালো পরিষেবা পাওয়া যাবে। কিন্তু কিছু মানুষ ফাইনের কারণে সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক করাতে পারেননি। এখন কথা হচ্ছে তাদের প্যান কার্ড কি বাতিল করে দেওয়া হয়েছে ইনকাম টেক্স ডিপার্টমেন্টের তরফ থেকে? আপনি খুব সহজেই এটি ঘরে বসে চেক করতে পারবেন। চেক করতে পারবেন আপনার প্যান কার্ড সক্রিয় না নিস্ক্রিয় হয়ে গিয়েছে। প্যান কার্ড সক্রিয় আছে কি নেই এর জন্য আপনাকেincometax.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এটি এখান থেকে কপি করে সোজা গুগলে পেস্ট করুন। এরপর Verify Your PAN অপশনে গিয়ে সেখানে আপনার প্যান কার্ডের যাবতীয় তথ্য দিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্যান কার্ডটি সক্রিয় না নিস্ক্রিয় আছে।

আপনার জন্য
WhatsApp Logo