নিজের মেয়ের বিয়ের খরচ এবং পড়াশোনার খরচ নিয়ে চিন্তা করেন না এমন মা-বাবা খুবই কম রয়েছে। তবে এবার লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সবার জন্য এমন একটি স্ক্রিম নিয়ে এসেছে,যেখানে আপনি অল্প টাকা বিনিয়োগ করেই আপনার মেয়ের পড়াশোনার খরচের টাকা ও বিয়ের খরচের টাকা হিসাবে পুরো ২৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
বিয়ের খরচ মেটানো পলিসির এই বিশেষ স্কিমটির LIC কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy)। এলআইসির তরফে এই বিশেষ স্কিমটি আনা হয়েছে সেই সমস্ত পিতা মাতাদের জন্য, যারা ভবিষ্যতে মেয়ের বিয়ের খরচ নিয়ে চিন্তায় থাকেন। এই স্কিমটিতে আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দৈনিক বা মাসিক হিসেবে কিছু টাকা রাখতে হবে। এরপর যখন পলিসির মেয়াদ পূর্ণ হবে, তখন আপনাকে ২৭,০০,০০০ টাকা দেওয়া হবে।।
এলআইসি কন্যাদান পলিসিতে (LIC Kanyadan Policy) টাকা রাখার জন্য আপনার মেয়ের বয়স ন্যূনতম এক বছর হতে হবে। আপনি এই পলিসিতে কত বছরের জন্য টাকা রাখতে চান সেটা আপনার উপর নির্ভর করে। তবে আপনি সর্বনিম্ন ১৩ বছরের জন্য এবং সর্বোচ্চ ২৫ বছরের জন্য এই স্কিমটিতে টাকা রাখতে পারেন ।যদি আপনি ২৭ লক্ষ টাকা পেতে চান তাহলে আপনাকে অন্ততপক্ষে ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম (premium) দিতে হবে এবং পরবর্তী তিন বছর আপনাকে কোনো টাকা দিতে হবে না।
এলআইসি কন্যাদান পলিসি থেকে ২৭ লক্ষ টাকা পেতে হলে আপনাকে দৈনিক ১২১ টাকা হিসেবে মাসিক ৩,৬৩০ টাকা প্রিমিয়াম দিতে হবেম এইভাবে আপনাকে ২২ বছর পর্যন্ত টাকা জমা করতে হবে। ২২ বছর টাকা জমা করার পর পরবর্তী তিন বছর আপনাকে কোনো টাকা দিতে হবে না। এই সময়টাতে আপনি যে টাকা জমা করেছেন সেই টাকার উপর সুদ বাড়তে থাকবে এবং পরবর্তী তিন বছরে আরো কিছু সুদ বাড়বে। এইভাবে যখন ২৫ বছর পূর্ণ হবে, তখন আপনি পুরো ২৭ লক্ষ টাকা ফেরত পাবেন।।