ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জন কল্যাণের জন্য বহু প্রকল্প বা স্কিম চালু করেছেন তিনি। কৃষকদের জন্য চালু করেছিলেন ‘পিএম কিষান সম্মান নিধি যোজনা’ যেই যোজনার মাধ্যমে প্রতি বছর কৃষকদের ব্যাংক একাউন্টে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়ে থাকে। এবার মহিলাদের জন্য নতুন এক ধরনের প্রকল্প বা স্কিম চালু করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যেই প্রকল্পের মাধ্যমে একজন গর্ভবতী মহিলাকে দেয়া হয় ৫,০০০ টাকা করে। চলুন যেনে নেই সেই প্রকল্পের বিষয়ে।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার (Pradhan Mantri Matri Vandana Yojana) মাধ্যমে একজন গর্ভবতী মহিলারা পান পুরো ৫,০০০ টাকা। এই টাকা আর্থিক সাহায্য হিসেবে দেয়া হয়ে থাকে গর্ভবতী মহিলাদের। ৫,০০০ টাকা ৩ টি কিস্তির মাধ্যমে মহিলাদের ব্যাংক একাউন্টে (Bank account) স্থানান্তর করা হয়। প্রথম কিস্তি অনুযায়ী ১,০০০ টাকা, দ্বিতীয় কিস্তি অনুযায়ী ২,০০০ টাকা এবং তৃতীয় কিস্তি অনুসারে আবারও ২,০০০ টাকা করে দেয়া হয়। অর্থাৎ ৩টি কিস্তির মাধ্যমে মোট ৫,০০০ টাকা করে সরাসরি গর্ভবতী মহিলাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয় কেন্দ্রে সরকারের তরফ থেকে। এবার জেনে নিন কিভাবে আবেদন করতে হয় প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায়।
এভাবে করুন আবেদন:
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় অফলাইনে (offline) আবেদনপত্র জমা করতে হয়। নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র এবং হসপিটালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা পেতে গেলে কিছু শর্ত মানতে হয়। যেমন গর্ভবতী মহিলারা বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে। এই প্রকল্পের অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে এবং এবং ৩টি কিস্তির মাধ্যমে ধাপে ধাপে ৫,০০০ টাকা স্থানান্তর করা হবে।