১৪ জুন ২০২৩ ছিল আধার কার্ড আপডেটের (Aadhar Card update) শেষ তারিখ। যেটা পাড় হয়ে গিয়েছে গতকাল। UIDAI-এর নির্দেশ অনুযায়ী যে সমস্ত আধার কার্ড ১০ বছরের বেশি পুরনো যেগুলো কিনা একটি বারের জন্যও আপডেট করা হয়নি সেগুলো আপডেট করতে হবে। এবং এই কাজ এতদিন বিনামূল্যে হচ্ছিল UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ ১৪ জুন পর্যন্ত বাড়িতে বসেই বিনামূল্যে আধার আপডেট করতে পারতেন যেই কেউই। সেই সময় শেষ হয়ে গিয়েছে গত গতকাল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত ব্যাক্তি তাদের ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করবেন না তাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হবে UIDAI- এর তরফ থেকে। সঙ্গে নাকি জরিমানাও করা হবে প্যান-আধার লিঙ্কের মতো। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা সময়ের মধ্যে তাদের আধার কার্ড আপডেট করেননি এখনও। আবার কিছু মানুষ আছেন যারা কিনা আধার কার্ড আপডেটের সমন্ধে জানতেন পর্যন্ত না। তাই ভারত সরকার এবং UIDAI- এর কাছে একটি চ্যালেঞ্জ ছিল যে সবাইকে সময়ের মধ্যে আধার আপডেট করানোর।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাড়ানো হয়েছে আধার আপডেটের সময়সীমা। হ্যা ঠিকই শুনেছেন। ১৪ জুন ২০২৩ থেকে বাড়িয়ে আধার আপডেট ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ হাতে এখনো ৯০দিন (৩ মাস) সময় রয়েছে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করার জন্য। তাই বড় একটা সু্যোগ তাদের জন্য যারা কিনা এখনও তাদের আধার আপডেট করাননি। যান UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে আধার আপডেট সম্পুর্ন বিনামূল্যে হচ্ছে।