Wednesday, September 18, 2024

এর কমে বিল আসলে দিতে হবে না বিদ্যুত বিল! বিদ্যুত বিল সম্পুর্ন ছাড়ের ঘোষণা এই রাজ্য

বিদ্যুত বিল নিয়ে প্রায় সবারই মাথা ব্যাথা থাকে। দেখা যায় যে কোন কিছু না চালালেও বিদ্যুত বিল এসে যায় ধারনার বাইরে। এমতাবস্থায় বিদ্যুৎ বিল দিতে গিয়ে হিমশিম খেতে অনেককে। তবে এবারে আর বিদ্যুত বিল দিতে হবে না আপনাকে। আপনার বিদ্যুত বিল যদি ২০০ ইউনিটের (unit) কম আসে তাহলে এবার থেকে আর আপনাকে বিদ্যুত বিল জমা দিতে হবে। ২০০ ইউনিট বিদ্যুৎ সবাইকে বিনামূল্যে দিচ্ছে এই রাজ্যের সরকার।

জানা গেছে যে, ভোটে জিততে পারলে ৫টি প্রতিশ্রুতি জনগনকে দেয়ার কথা ঘোষণা করেছিলেন কর্নাটকের কংগ্রেস (Congress) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। যার মধ্যে একটি হচ্ছে ‘গৃহ জ্যোতি স্কিম’। আর এই প্রতিশ্রুতি মারফত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আগে রাজ্যের ভাড়াটিয়াদের ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন যে, রাজ্যের যে সমস্ত ভাড়াটিয়া যাদের বিদ্যুত বিল ২০০ ইউনিটের বেশি আসবে কেবলমাত্র তাদেরই বিদ্যুত বিল দিতে হবে, ২০০ ইউনিটের কম যারা বিদ্যুত খরচ করবে তাদের কোন বিল জমা দিতে হবে না এবার থেকে।

Electric metre

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনাদের জানিয়ে রাখি যে, কর্ণাটকে বিদ্যুতের হার প্রতি ইউনিট 2.89 টাকা করে বাড়ানো হয়েছে। এর মধ্যেই আগামী মাসে ১ তারিখ থেকে এই গৃহ জ্যোতি স্কিম চালু হচ্ছে কর্নাটকে। এরফলে উপকৃত হবেন কর্নাটকে বসবাসকারী বহু ভাড়াটিয়া। তবে এই গৃহ জ্যোতি স্কিমের সুবিধা দেয়া হবে না বানিজ্য ভাবে ব্যবহৃত বিদ্যুতে।

আপনার জন্য
WhatsApp Logo