পড়াশোনায় ভালো অথচ অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বহু পড়ুয়া তাদের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্কলারশিপের মাধ্যমে মোটা টাকা দিয়ে থাকে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তাই এবারেও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের মোটা টাকার স্কলারশিপ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। PMSS স্কলারশিপ বা PM Modi Scholarship নামক এই স্কলারশিপে আবেদন করলেই উঠে আসবে পড়াশোনার সমস্ত খরচ।
PM Modi Scholarship-এ আবেদন করলে প্রতিমাসে পড়ুয়াদের ব্যাংক একাউন্টে (bank account) একটি নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়া হবে। এই স্কলারশিপের নিয়ম অনুযায়ী যারা পুরুষ পড়ুয়া আছে তাঁরা প্রতি মাসে ব্যাংক একাউন্টে পাবেন ২৫০০ টাকা করে। এছাড়াও মহিলার পড়ুয়াদের PM Modi Scholarship এর মাধ্যমে প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেয়া হবে কেন্দ্রের তরফ থেকে। তাই আপনি যদি এই স্কলারশিপে আবেদন চান তাহলে বিস্তারিত পড়তে থাকুন।
PM Modi Scholarship-এ আবেদন করতে অনলাইনে গুগলে গিয়ে লিখতে হবে ‘PMSS’। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে New Application অপশনে ক্লিক করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দিতে হবে। তবে জানা মতে, যেই সমস্ত পড়ুয়ার বাবা-মায়েরা প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন কোস্টগার্ডের কর্মী ছিলেন তারাই কেবলমাত্র PM Modi Scholarship-এর সুবিধা নিতে পারবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Modi Scholarship-এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার ৫০০ জন পড়ুয়াকে পড়াশুনার খরচ বাবদ আর্থিক সহায়তা করা হয়ে থাকে কেন্দ্রের তরফ থেকে।