Saturday, December 21, 2024

মাসে ইনকাম ৪০-৫০ হাজার টাকা! এই ব্যাবসা করার জন্য মোটা টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার

আজকালকার বাজারে চাকরির যা অবস্থা এইজন্য অনেকেই ব্যাবসা (business) করতে চান। কিন্তু যে কোন ব্যাবসাই শুরু করার জন্য প্রথমে প্রয়োজন হয় মূলধনের। আর এই মূলধন না থাকার কারণেই বহু বেকার যুবকরা ব্যাবসায় নামতে পারছেন না। তাই একদিকে যেমন যোগ্যতা থাকলেও চাকরি নেই বাজারে, অন্যদিকে মূলধনের অভাবে ব্যাবসা করতে পারছেন না অনেকেই। তাই রাজ্যের যে সমস্ত বেকার যুবকরা আছেন যারা কিনা ব্যাবসা করতে চান তাদের ব্যাবসা করার জন্য মোটা টাকা ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)

মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য প্রচুর টাকা ভর্তুকি দেয়া হচ্ছে রাজ্যে সরকারের তরফ থেকে। রাজ্যের বেকার যুবকরা যাতে কিছু অন্তত করে খেতে পারে এইজন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই মোটা টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে, বাজারে কিন্তু সবসময়ই প্রচুর পরিমাণে চাহিদা থাকে মাছের। বিশেষ করে দেশি মাছ, যে গুলো পুকুরে চাষ করা হয়। এই মাছের চাষ করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা অতি সহজেই আয় করা যায়। মাছ চাষের উৎপাদন বাড়ালে এর চেয়েও বেশি টাকা উপার্জন করা সম্ভব এখান থেকে।

কিভাবে পাবেন ভর্তুকি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rupee

মাছ চাষের ভর্তুকি পাওয়ার জন্য আপনাকে রাজ্যে সরকারের মৎস্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbfisheries.in এবং www.wb.gov.in যেতে হবে। এরপর আধার, প্যান কার্ড, ব্যাঙ্কের পাশ বুকের প্রথম পাতার জেরক্স দিয়ে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে। তবে আবেদন করার পূর্বে আপনাকে জেলা সহ মৎস্য অধিকর্তার (ADF) কাছ থেকে একটি আবেদন করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে, মাছ চাষের জন্য রাজ্যে সরকার ৪০ থেকে ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে। একই সাথে যারা কেবলমাত্র ‘মৎস্য সমবায় সমিতির’ সাথে যুক্ত তারাই এই মাছ চাষের ভর্তুকি পাবেন। তাই আপনাকে প্রথমে মৎস্য সমবায় সমিতির সঙ্গে যুক্ত হতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo