Friday, November 22, 2024

SBI তে একাউন্ট রয়েছে? মহা বিপদ! ৩০ জুনের পর পরিবর্তন হবে এই নিয়ম, ধাক্কা খাবে কোটি কোটি গ্রাহক

দেশের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংক্ষেপে SBI, আর এই ব্যাংকেই একাউন্ট রয়েছে দেশের অর্ধ শতাধিক মানুষের। জানা গেছে যে, আগামী ৩০ জুনের পর SBI তাদের একটি নিয়মে করতে চলেছে বেশ বড়সড় পরিবর্তন। যার জেরে সমস্যার মধ্যে পড়তে চলেছে SBI- এর কোটি কোটি গ্রাহক। চলুন জেনে নেই কি সেই বদল যা SBI আনতে চলেছে তাদের নিয়মে, এবং এতে আপনার কি ক্ষতি হতে পারে।

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ৩০ জুনের পর থেকে SBI তাদের লকার (Bank Locker) সংক্রান্ত নিয়মে বড়বড় পরিবর্তন করতে চলেছে। তাই যাদের SBI তে লকার রয়েছে তাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো বিপদের মুখে পড়তে চলেছেন তাঁরা। চলুন জেনে নিই কি সেই নতুন নিয়ম।

SBI-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, ৩০ জুনের মধ্যে যে সমস্ত গ্রাহকের লকার আছে SBI তে তাদের সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করে তা ব্যাংকের শাখায় জমা দিতে হবে। এবং ব্যাংকের তরফ থেকে একটি ফর্ম জারি করা হয়েছে এই বিষয়ে, যা ব্যাংকের ওয়েবসাইটে (website) এবং ব্রাঞ্চে দুটো জায়গাতেই মিলবে, এবং সেই ফর্ম পূরণ করে ৩০ জুনের আগে জমা দিতে হবে নিকটবর্তী SBI এর ব্যাংকের শাখায় গিয়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI

কেন এই নতুন নিয়ম?

লকার চুক্তি পরিবর্তন করার এই নিয়ম মূলত জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে (RBI)। রিজার্ভ ব্যাংক একটি সার্কুলার জারি করে এই নিয়ম জারি করেছে। এই চুক্তি বা নিয়ম জারি করার কারণ হচ্ছে ব্যাংকে যদি কখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিংবা ব্যাংকে যদি চুরি-ডাকাতি হয় অথবা ব্যাংকে যদি অবহেলা বা কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাংকের তরফ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে গ্ৰাহদের। এই ক্ষতিপূরণের পরিমাণ হবে লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণের সমান। জানা গেছে যে, লকার সংক্রান্ত এই নিয়ম শুধু SBI নয়, পরিবর্তন করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদাও।

আপনার জন্য
WhatsApp Logo