Friday, November 22, 2024

আবারো RBI বাতিল করলো এই ৮ ব্যাংকের লাইসেন্স! বিপদে পড়তে চলেছে বহু মানুষ

আবারো RBI– এর তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়লো ব্যাংকের উপরে। যারা জেরে বাতিল হলো ৮ ব্যাংকের লাইসেন্স। ফলে এসব ব্যাংক গুলোতে যাদের একাউন্ট (Account) ছিল তারা প্রচুর সমস্যার মধ্যে পড়তে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত ৩১ মার্চ থেকে কিছু কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে তীক্ষ্ণ নজর ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের। এসব ব্যাংক গুলো RBI এর ব্যাংকিং নীতিমালা অনুসরণ করছিল বলে প্রথমে জরিমানা এবং পরে লাইসেন্স বাতিল করা হয় এসব ব্যাংকের।

RBI জানায় যে, গ্ৰাম অঞ্চলে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে কো-অপারেটিভ ব্যাঙ্কের ভুমিকা অপরিসীম, কিন্তু এসব ব্যাংক গুলো RBI এর নীতিমালা গুলো ক্রমশ অমান্য করছিল। RBI বলে যে, এই ব্যাঙ্ক গুলোর ভুল সিদ্ধান্ত, দুর্বল অর্থনীতি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাবের কারণে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়, পাশাপাশি ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করার জন্য এ সমস্ত ব্যাংক গুলোকে এর আগে ১০০ বারেরও বেশি জরিমানা করা হয়েছিল। তাই এসব ব্যাংকের লাইসেন্স বাতিলের ফলে গ্রাহকরা সামান্য সমস্যার সম্মুখীন হতে পারে।

কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো একনজরে দেখে নিন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI

Mughal Co-operative Bank, Milath Co-operative Bank, Shri Anand Co-operative Bank, Rupi Co-operative Bank, Deccan Urban Co-operative Bank, Lakshmi Co-operative Bank এবং Babaji Date Mahila Urban Bank

মিডিয়া রিপোর্ট বলেছে, এসব ব্যাংকের লাইসেন্স বাতিলের ফলে গ্রাহকরা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। একই সঙ্গে RBI ২০২১-২২ অর্থবর্ষে একই ভাবে মোট ১২টি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল।

আপনার জন্য
WhatsApp Logo