Friday, October 18, 2024

ঢুকতেই বেতন ৫৬ হাজার টাকা! খড়গপুর IIT তে চলছে বিশাল নিয়োগ, আবেদন করুন এভাবে

সকল চাকরিপ্রার্থীদের জন্য রইলো এক সুখবর। এবার বেকারত্বের জ্বালা থেকে এই রাজ্যের বাসিন্দাদের মুক্তি দিতে খড়গপুর আইআইটি (Indian Institute of Technology) জারি করেছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে শুরুতেই বেসিক সেলারি হচ্ছে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত এবং ১,২৩,১০০ থেকে ২,১৫,৯০০ টাকা যাবে। তাই আপনি যদি ভালো বেতনের একটি চাকরি খুঁজে থাকেন জেনে নিন বিস্তারিত।

এই পদ গুলোতে নিয়োগ হবে:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে যে, খড়গপুর আইআইটি মোট ২৮টি শূন্য পদে লোক নিচ্ছে। যেগুলো হলো, Principal Software/ System/ Network Engineer, Deputy Librarian, Senior Counselor Grade 1, Executive Engineer, Senior Software Engineer, Software Engineer, Senior Technical Officer, Engineer, Sports Officer, Technical Officer, Counsellor, Law Officer, Executive Officer এবং Administrative Officer। এবং এই পদ গুলোতে আবেদন করার শেষ তারিখ জানানো হয়েছে আগামী ১৬ জুন পর্যন্ত। অর্থাৎ আগ্রহ চাকরিপ্রার্থীদের ১৬ জুনের মধ্যে খড়গপুর আইআইটি এর অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.iitkgp.ac.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

বয়সসীমা: ইচ্ছুক চাকরিপ্রার্থী বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। এর বাইরে বয়স হলে চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে অবশ্যই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে ইলেক্ট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BA অথবা B.tech-এ ফার্স্ট ক্লাস এ উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ইলেক্ট্রিক্যাল যন্ত্র রক্ষণাবেক্ষণের হিসেবে তার ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন মূল্য: আবেদন মূল্য হিসেবে ১০০ টাক করে ধার্য করা হয়েছে সাধারণ চাকরিপ্রার্থীদের থেকে। এছাড়াও যারা সংরক্ষিত প্রার্থী আছে তাদের আবেদন মূল্য বাবদ ৫০০ টাকা দিতে হবে।

কিভাবে নিয়োগ হবে:

স্ক্রিনিং টেস্ট কিংবা লিখিত পরীক্ষা অথবা প্রেজেন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে চাকরিতে। যার আবেদনের শেষ তারিখ ১৬ জুন।

আপনার জন্য
WhatsApp Logo