প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisha Samman nidhi Yojana) হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প। যেটি কেবলমাত্র বানানো হয়েছে দেশব্যাপী সমস্ত গরিব কৃষকদের কথা মাথায় রেখে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের ব্যাংক একাউন্টে (Bank account) প্রতি বছর ৩টি কিস্তির মাধ্যমে ৬,০০০ টাকা করে দিয়ে থাকে কেন্দ্র। এবং এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেয়া হয়েছে। তবে এবারে শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই ১৪তম কিস্তির টাকাও পেতে চলেছেন কৃষকরা। যার দিনক্ষণ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এই খবরটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৪ তম কিস্তির টাকা ২৬ থেকে ৩১ মে মধ্যে আসতে চলেছে। যদিও সরকার এটি কোন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি যে ১৪ তম কিস্তির টাকা কবে রিলিজ করা হবে। মিডিয়া রিপোর্ট বলছে, ১৪ তম কিস্তির টাকা ২৬ থেকে ৩১ মে মধ্যে সকল কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। তবে আপনি কি জানেন, আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪ তম কিস্তির টাকা নাও পেতে পারেন? এর আগের বারে অনেকেই কিন্তু পাননি ১৩ তম কিস্তির টাকা! তাই আপনি যদি সেই সমস্ত মানুষের মধ্যে না পড়তে চান যারা কিনা ১৪ তম কিস্তির টাকা পাবেন না তাহলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে (https://pmkisan.gov.in/) গিয়ে আপনাকে ৩টি কাজ সেরে ফেলতে হবে।
১৪ তম কিস্তির টাকা পেতে হলে সেরে ফেলুন এই ৩ বিশেষ কাজ:
১) পিএম কিষাণ সম্মান নিধির যোজনার ১৪ তম কিস্তির টাকা পেতে হলে আপনার আবেদন পত্রটি ভালো ভাবে যাচাই-বাছাই করে দেখুন। কোথায় কোন ভুল নেইতো তা ভালো করে খুঁটিয়ে দেখুন। যদি কাগজপত্রে কোন ভুল থাকে তাহলে তা সংশোধন করে ফেলুন।
২) পিএম কিষাণ সম্মান নিধির যোজনার ১৪ তম কিস্তির টাকা পেতে হলে kyc করা বাধ্যতামূলক। ১৩ তম কিস্তির টাকা অনেকেই পাননি এই kyc না করার জন্য। আপনি খুব সহজেই পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার kyc সম্পন্ন করতে পারবেন।
৩) ১৪ তম কিস্তির টাকা পেতে হলে জমির রেকর্ড যাচাই করা প্রয়োজন। ১৪ তম কিস্তির টাকা আসার আগেই এই কাজ সারতে হবে আপনাকে। নয়তো টাকা পেতে বিষ্ময় হতে পারে।