Friday, November 22, 2024

মোবাইল চুরি হয়ে গেলেও চিন্তা নেই, এবার ঘরে বসেই হবে মোবাইল ট্রেস বা ব্লক! দারুন প্রযুক্তি আনছে সরকার

অনেকেই সময়ই কোন না কোন কারণ বশত আমাদের মোবাইল ফোনটি হারিয়ে যায়, কিংবা চুরি হয়ে যায়। মোবাইল ফোন হারিয়ে গেলে অবশ্য এর পর অন্য আরেকটি ফোন কিনে নেন অনেকেই। কারণ হারানো ফোনটি যে আর আর ফিরে পাওয়া যাবে এর কোন গ্যারান্টি নেই। অন্যদিকে ফোনের মূল্য অনেকের কাছে না থাকলেও তার ভেতরে থাকা ডেটার কিন্তু প্রচুর মূল্য রয়েছে। এই ফোন ব্যবহার করে আপনার সাথে অবৈধ কিছু ঘটতে পারে যেমন ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক একাউন্ট।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আপনি আপনার হারানো বা চুরি হয়ে যাওয়া ফোন রাতে খুঁজে পান কিংবা হারানো ফোন যাতে ব্লক (Block) করতে পারবে এর জন্য একটি দূরদূরান্ত প্রযুক্তি আনতে চলছে সরকার। যার মাধ্যমে আপনি আপনার নিজেরই চুরি যাওয়া ফোন ঘরে বসে ট্রেস বা খুব সহজে ব্লক করতে পারবেন।

Mobile

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চলতি সপ্তাহে সরকার একটি মনিটরিং সিস্টেম (ট্র্যাকিং সিস্টেম) চালু করতে যাচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে, সারা দেশ ব্যাপি মানুষ তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলিকে ‘ব্লক’ বা ট্রেস করতে পারবে। এর জন্য দেশের উন্নত ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (CDOT) দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তর-পূর্ব অঞ্চল সহ কিছু টেলিকম সার্কেলে পরীক্ষামূলক ভিত্তিতে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) সিস্টেম চালাচ্ছে। আর এই পরীক্ষা সফল হলেই মানুষ ঘরে বসে চুরি হওয়া ফোন ট্রেস বা ব্লক করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo