ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানো এক বিরক্তিকর ব্যাপার। তার উপরে আবার কষ্ট করে লাইনে দাঁড়িয়েও অনেক সময় কাজের কাজ কিছুই হয়না শুধু নষ্ট হয় সময়। তবে এবার থেকে এই নিয়ম খুব শীঘ্রই বদলে যাচ্ছে, এবার থেকে আর আপনাকে ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিতে হবে না। চেক অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন কাজ এবার ব্যাংককে না গিয়েও বাড়িতে ব্যাংকের প্রতিনিধিকে ডেকে করানো যাবে। আর এতে সময় এবং কষ্ট দুটোই বাঁচবে।
এতো দিন এমন পরিষেবা পেতেন কেবল ব্যাংকের প্রবীণ গ্ৰাহকরা, প্রবীণ গ্ৰাহকরদের যাতে কষ্ট করে ব্যাংকে না আসতে হয় তাই এই পরিষেবা চালু করেছিল কিছু কিছু ব্যাংক। তবে এবারে শুধু প্রবীণ গ্ৰাহকরা নন এবার প্রতিটা ব্যাংকের প্রতিটা গ্ৰাহকই বাড়িতে চেক অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন সুবিধা পেয়ে যাবেন। এমনি নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI। যদিও বাড়িতে ব্যাংকিং পরিষেবা নিতে হলে এর জন্য আপনাকে অবশ্য কিছু অর্থ পে (PAY) করতে হবে ব্যাংককে।
ব্যাংককে কিছু অর্থ পে করার মাধ্যমে বাড়িতে ব্যাংকিং সুবিধা নিতে পারবেন আপনি। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এখন থেকে ভিডিও কলেই বাড়ি বসে হবে। পাশাপাশি চেক অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন কাজের জন্য ব্যাংকের প্রতিনিধি আপনার বাড়িতে পোঁছে যাবে। তবে বাড়িতে ব্যাংকিং সুবিধা নিতে হলে অবশ্যই আপনার ব্যাংক যেন আপনার বাড়ি থেকে ৪ কিলোমিটারের মধ্যে হয়, নয়তো আপনি এই পরিষেবা পাবেন না।