আজকের দিনে প্রত্যেকেরই ব্যাংক একাউন্ট (Bank account) রয়েছে। দেশে এই মুহূর্তে সরকারি ব্যাংকের সংখ্যা ১২ টি, প্রাইভেট ব্যাংকের সংখ্যা ২২ টি। তবে বেশিরভাগ মানুষ সুরক্ষার দিকটা মাথায় রেখে প্রাইভেট ব্যাংকের বদলে সরকারি ব্যাংকে টাকা রাখতে বেশি পছন্দ করেন। তবে সরকারি ব্যাংকের থেকে প্রাইভেট ব্যাংকে সুযোগ সুবিধা বেশি হাওয়ার কারণে কেউ কেউ আবার প্রাইভেট ব্যাংকেও একাউন্ট খুলে থাকেন। তবে আর যাই হোক না কেন, সরকারি এবং প্রাইভেট এই দুই ব্যাংকে আপনার একাউন্ট থাকতেই পারে। কিন্তু আপনি কি জানেন? কখনো যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি কতো টাকা ফেরত পাবেন ব্যাংক থেকে? কি বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? চলুন যেনে নেই।
অতীতে ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনা অনেক বার শোনা গিয়েছে। মানুষ ব্যাংকে টাকা রাখেন কারণ টাকা সুরক্ষিত থাকবে বলে। কিন্তু অতীতে কিছু ঘটনা মনে করিয়ে দেয় যে ব্যাংকও সুরক্ষিত নয় টাকা রাখার জন্য, ফলে মানুষ ব্যাংককে টাকা রাখতে ভয় পাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি সান্তনা বাবদ কতো টাকা ফেরত পাবেন ব্যাংক থেকে?
আসলে ব্যাংক এমনি এমনি দেউলিয়া হয়ে যায়না। ব্যাংক দেউলিয়া হবার সবচেয়ে বড় কারণ হচ্ছে ঋণ ফেরত না পাওয়া, অর্থাৎ ব্যাংক মানুষকে ঋণ দেয়, যখন বড়বড় কম্পানি গুলো ঋণ নিয়ে তা ব্যাংককে ফেরত দিতে ব্যার্থ হয় তখন ব্যাংকের প্রচুর লস হয়, এমনকি ঋণের পরিমাণ বেশি হলে সেই ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে ব্যাংক গুলো দেউলিয়া হবার কোন সম্ভাবনা নেই। কারণ প্রত্যেক ব্যাংক একটি নিয়ম মেনে চলে। তবে যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যেতে বসে এমন পরিস্থিতিতে সরকার সেই ব্যাংকের পাশে থেকে জনগণের টাকা ফেরত দেয়ার চেষ্টা করে।
ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি ব্যাংক থেকে কেবলমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত ফিরত পাবেন, তবে এর বেশিও পেতে পারেন আপনি, যা আপনার ব্যাংক একাউন্টে জমা থাকা অর্থ দেখে সিদ্ধান্ত নেয়া হয়। আর এই টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার দায়িত্ব নেয় DICGC।